• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

‘আমি মেসিকে হ্যালো বলারও সুযোগ পাইনি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২১, ০৭:৩৮ পিএম
‘আমি মেসিকে হ্যালো বলারও সুযোগ পাইনি’

অলিম্পিক লিঁও থেকে এবারের মৌসুমে ফ্রি ট্রান্সফারে বার্সায় এসেছেন মেম্ফিস ডেপাই। কোপা আমেরিকা জেতার পর ছুটিতে থাকায় বার্সোলোনায় কয়েকদিন পরে ফিরেন লিওনেল মেসি। অবশ্য এর কয়েকদিন পরেই ক্লাব ও লিগের আর্থিক অসঙ্গতির কারণে ফ্রি ট্রান্সফারে দল ছাড়তে হয় মেসিকে। ফলে মেসির সঙ্গে আর দেখা হয়নি ডেপাইয়ের। বার্সার সর্বকালের সেরা এ খেলোয়াড়ের সঙ্গে দেখা না হওয়ার আক্ষেপে পুড়ছেন ডেপাই। সংবাদ মাধ্যম এল পেরিওডিকোকে এমন কথা জানিয়েছেন নেদারল্যান্ডস ফরোয়ার্ড। 

মেসির সঙ্গে দেখা করতে না পেরে ডেপাই বলেন, “আমি মেসিকে হ্যালো বলারও সুযোগ পাইনি। তিনি কোপা আমেরিকা শেষে বার্সায় ফিরেছেন এবং তারপরই সবকিছু ঘটে গেলো। আমি তার সাথে সাক্ষাৎ করার সুযোগটুকুও পাইনি।”  

নেদারল্যান্ডস জাতীয় দলে রোনাল্ড কোমানের অধীনে খেলেছেন ডেপাই। কোচের ব্যাপারে তিনি বলেন, “আমি জানি তিনি আমার কাছে কি আশা করেন। আমি জানি আমাকে কি করতে হবে। আমাদের বোঝাপড়া খুবই চমৎকার যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” 

নতুন ক্লাব ও নতুন পরিবেশে মানিয়ে নেওয়া সম্পর্কে ডেপাই বলেন, “সবাই আমাকে ভালোভাবে গ্রহণ করায় মানিয়ে নেওয়া আমার জন্য খুব সহজ হয়েছে। পিকে ইংরেজিতে অনেক ভালো সে আমাকে অনেক সাহায্য করেছে। জর্ডি আলবার সঙ্গে আমি অনেক মজা করেছি।  ফ্রেঙ্কি এবং ডেস্টকে আমি আগে থেকেই চিনি। ড্রেসিং রুম খুবই সুন্দর।” 

প্রস্তুতি ম্যাচ ও বার্সার হয়ে লা লিগার প্রথম ম্যআচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেম্ফিস। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে ডেপাইয়ের অ্যাসিস্টেই গোলের খাতা খোলে বার্সা। সে ম্যাচে আরও কিছু চমৎকার সুযোগ তৈরি করেছিলেন তিনি। 

বার্সাকে তিনি কী দিতে পারেন এমন প্রশ্নের জবাবে ডেপাই বলেন, “আমি খেলায় আনন্দ আনতে মাঠে অতিরিক্ত কিছু দেওয়ার চেষ্টা করি যা দলের জন্য গুরুত্বপূর্ণ। আমি আশা এই ধারা অব্যাহত থাকবে। আমি তাদের উপভোগের জন্য মাঠে সবকিছু দেব।”

শনিবার অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে মাঠে নামবে বার্সা।

Link copied!