• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

পিএসজির হয়ে মেসির অভিষেক হচ্ছে না আজ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২১, ০৩:৩৯ পিএম
পিএসজির হয়ে মেসির অভিষেক হচ্ছে না আজ 

ফরাসি জায়ান্ট পিএসজির হয়ে অভিষেকের অপেক্ষা বাড়ছে সাবেক বার্সোলোনা অধিনায়ক লিওনেল মেসির। শনিবার (২১ আগস্ট) বাংলাদেশ সময় মাঠে নামবে পিএসজি। কিন্তু এ ম্যাচেও অভিষেক হচ্ছে না মেসির। ফুটবল ভিত্তিক জার্নাল গোল ডটকম নিশ্চিত করেছে যে ব্রেস্টের সাথে লিগ ওয়ানের ম্যাচে মরিসিও পচেত্তিনোর দলে নেই মেসি ও নেইমার। 

জুলাইয়ে কোপা আমেরিকা জয়ের পর আর মাঠে নামা হয়নি মেসির। তাই দলের একাদশে স্থান পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে তাকে। কিছুদিনের মধ্যে ফিটনেস ফিরে পেলেই তাকে খেলাবেন বলে জানিয়েছেন কোচ। 

স্টেড ফ্রান্সিস-লে ব্লে-তে কারা দলে থাকবেন তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন কোচ। এ ম্যাচে খেলবেন খেলবেন ডোন্নারুম্মা, মার্কুইনহোস, ভেরাত্তি ও ডি মারিয়া। তবে মেসিসহ তার সাবেক ব্লাউগ্রানা সতীর্থ নেইমার এবং আর্জেন্টাইন সতীর্থ লিয়ান্দ্রো প্যারেদেস ও পাবলো সারাবিয়া এই ম্যাচে স্কোয়াডের বাইরে থাকবেন।

এই মাসের শুরুতে বার্সেলোনা থেকে বিনামূল্যে ট্রান্সফারে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। এতে বার্সার সঙ্গে ছিন্ন হয়েছে ২১ বছরের সম্পর্ক। 

৩৪ বছর বয়সী মেসি পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। আশা করা যায় পুরো ফিটনেসে ফিরে পাওয়ার পর ঘরোয়া লিগে অভিষেক হবে তার। 

Link copied!