• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ফাইনালের প্রস্তুতি সারল শ্রীলঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২, ১০:১১ এএম
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ফাইনালের প্রস্তুতি সারল শ্রীলঙ্কা

এশিয়া কাপে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান-শ্রীলঙ্কা। সুপার ফোরে দুই দলের শেষ ম্যাচ তাই কেবলই নিয়ম রক্ষা। এই ম্যাচেই পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের প্রস্তুতি সেরে নিল লঙ্কানরা।

টস জিতে শ্রীলঙ্কা প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে বেশ বিপাকে পড়েন বাবর আজমরা। লঙ্কান বোলারদের দাপটে পাকিস্তান ব্যাটাররা কেউই বড় রানের ইনিংস খেলতে পারেননি। দলের ২৮ রানে ওপেনার মোহাম্মদ রিজওয়ান প্যাভিলিয়নের পথ ধরেন। অধিনায়ক বাবর আজম ও ফখর জামান দলের ইনিংস বড় করার চেষ্টা করেন। দলীয় ৬৩ রানে জামান আউট হন। মাত্র ৫ রানের ব্যবধানে অধিনায়কও একই পথের পথিক হন। বাবরের ব্যাট থেকে আসে দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান।

বাকি ব্যাটারদের মধ্যে মোহাম্মদ নেওয়াজ ১৮ বলে ২৬ রান করেন। শেষ ৫ ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। পাকিস্তানের ইনিংস ১৯.১ ওভারেই গুটিয়ে যায়। সব কটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে মাত্র ১২১ রান। ওয়ানিন্দু হাসারাঙ্গা ২১ রানের বিনিময়ে ৩ উইকেট পান। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। দলের ১ রানেই ওপেনার কুশাল মেন্ডিস শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন। পরের ওভারেই দানুশকা গুনাথিলাকেও রানের খাতা না খুলেই উইকেট বিকিয়ে আসেন। তবে আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা এক প্রান্ত আগলে ছিলেন। শেষ পর্যন্ত তিনিই ৫৫ রানে অপরাজিত থেকে দলকে জয়ের পথ দেখান। তার ব্যাটে ভর করেই ১৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

আগামীকাল রোববার (১১ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। 
 

খেলা বিভাগের আরো খবর

Link copied!