• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানে নিরাপত্তা নিয়ে শঙ্কিত নিউজিল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০৯:৫৫ পিএম
পাকিস্তানে নিরাপত্তা নিয়ে শঙ্কিত নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা জেগেছে। বাংলাদেশ সফর শেষ করেই পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ব্ল্যাক ক্যাপসদের। ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে রাজি হলেও পাশের দেশ আফগানিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সফর বাতিল করতে চাচ্ছে নিউজিল্যান্ড। কারণ হিসেবে বিশ্বমিডিয়ায় চিন্তার উদ্রেগ সৃষ্টিকারী বিভিন্ন সংবাদকে দায়ী করছে তারা। 

এ বিষয়ে কথা বলেছেন নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান কর্মকর্তা হিথ মিলস। তিনি বলেন, ‘আমাদের যে পরিকল্পনা দেওয়া হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। কিন্তু গত কয়েকদিন ধরে আফগানিস্তানে যা চলছে, তা সত্যিই খুব দুঃখজনক। এখানকার লোকজন আমাদেরকে জিজ্ঞেস করছে পাকিস্তানে আমাদের নিরাপত্তাব্যবস্থা কেমন হবে। খেলোয়াড়রাও তারমধ্যে আছেন। আমরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই এগোতে চাই।’

নিউজিল্যান্ড দল পাকিস্তানে যাওয়ার আগে সেখানের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষন করতে যাবেন রেজ ডিকাসন। তার মন্তব্যর উপর ভিত্তি করেই কিউইরা সেখানে যাবে। মিলস জানায়, ‘সেখানে তার চার-পাঁচদিন পর্যবেক্ষণ করার পর তিনি প্রতিবেদন জমা দিবেন। তিনি তখন জানাবেন সফরে যাওয়া উচিত হবে নাকি কোনো কারণে সেটি বন্ধ হবে যাবে। অথবা পরিকল্পনায় কোনো পরিবর্তন আনার ব্যাপারেও তিনি জানাবেন।’

সফরে যাওয়ার পরে কোন ধরনের সমস্যার সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে পাকিস্তান ত্যাগ করার পরিকল্পনা নিউজিল্যান্ডের। এ ব্যাপারের মিলস জানান, ‘তিনি সফরে দলের সঙ্গে থাকবেন। সফরের কোনও মুহূর্তে যদি তিনি নিরাপত্তা নিয়ে অসন্তুষ্ট হন তাহলে সঙ্গে সঙ্গে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের দল কোন দেরি না করে পাকিস্তান ত্যাগ করবে।’

Link copied!