• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

ব্যাটিং কোচ নিয়োগ দিল আফগানিস্তান 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০৪:৫৩ পিএম
ব্যাটিং কোচ নিয়োগ দিল আফগানিস্তান 

পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডেতে আফগানিস্তান দলের ব্যাটিং কোচ নিযুক্ত হয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অপেনিং ব্যাটসম্যান অভিস্কা গুনাওয়ার্দনে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড মঙ্গলবার (১৭) আগস্ট টুইটারের মাধ্যমে এই ঘোষণা করেছে। ইএসপিএন জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড দীর্ঘমেয়াদী হিসেবে গুণবর্ধনেকে চাচ্ছিলো কিন্তু তিনি কেবল ওয়ানডে সিরিজেই থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

২০১৭ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-১০ টুর্নামেন্টের সময় আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর এটি গুনাওয়ার্দেনের প্রথম বড় দায়িত্ব হবে। গুনাওয়ার্দনে শ্রীলঙ্কা জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া শ্রীলঙ্কা 'এ' এবং ইমার্জিং দলের কোচিং করেছেন তিনি।

আফগানিস্তানে তালেবানের উত্থানের সময় এই নিয়োগ দেওয়া হয়েছে। এখন ক্রিকেট কীভাবে প্রভাবিত হয় তা দেখা বাকি, যদিও আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারির বলেছেন যে, তিনি আশা করেন যে খেলাটি আগের মতোই চলবে।

শিনওয়ারি পিটিআইকে বলেন, "আমরা আগামীকাল থেকে আমাদের অফিস আবার শুরু করব এবং শ্রীলঙ্কায় পাকিস্তান সিরিজের আগে যে জাতীয় দলের হয়ে ট্রেনিং তা দুই দিনের বিরতির পরে আবার শুরু হবে।"

আফগানিস্তান দল কবে শ্রীলঙ্কায় আসবে তা এখনও স্পষ্ট নয়। কারণ তালেবানের শহর দখলের পর কাবুল বিমানবন্দর বন্ধ রয়েছে। আশা করা হচ্ছে দলটি আগামী দুই সপ্তাহে উড়তে পারবে। পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ হবে হাম্বানটোটায়।

Link copied!