• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

পরিস্থিতি যেমনই হোক বিশ্বকাপে অংশগ্রহণ করবে আফগানিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১, ০৮:১৩ পিএম
পরিস্থিতি যেমনই হোক বিশ্বকাপে অংশগ্রহণ করবে আফগানিস্তান

আগামী অক্টোবর-নভেম্বরে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। বৈশ্বিক এ আসরকে সামনে রেখে স্থানীয় স্টেডিয়ামে অনুশীলন করতে না পারলেও বিশ্বকাপে অংশ নেবে আফগানিস্তান। এমনটাই জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান। 

বিশ্ব ক্রিকেটে গত কয়েক বছরে আফগান ক্রিকেটের উত্থান হয়েছে দুর্দান্তভাবে। ক্রিকেট বিশ্বে সুনাম কুড়িয়েছে কয়েকজন আফগান ক্রিকেটার। মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান ও আহমেদ শেহজাদদের কারণে নাম বিশ্বে ছড়িয়ে পড়েছে আফগানিস্তানের নাম।
যুদ্ধ-বিগ্রহ লেগে থাকা দেশটিতে ক্ষমতা দখল করেছে তালেবানরা। এমনকি ক্রিকেট মাঠগুলোও তালেবানদের দখলে। ফলে অনুশীলন ও ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। 

এমন পরিস্থিতিতেও আশার বাণী শুনিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান। তিনি বলেন, "পরিস্থিতি যেমনই হোক বিশ্বকাপে অংশগ্রহণ করবে আফগানিস্তান।" 

এমন পরিস্থিতিতেও দলের বিশ্বকাপ খেলার বিষয়ে মিডিয়া ম্যানেজার হিকমত হাসান জানান, "আমরা অবশ্যই টি-২০ বিশ্বকাপ খেলব। আমাদের প্রস্তুতি চলতে থাকবে। যেসব খেলোয়াড়দের পাওয়া যাবে, আগামী কয়েক দিনের মধ্যে তাদের নিয়েই কাবুলে পুনরায় অনুশীলন শুরু করা হবে।" 

ম্যাচ খেলার জন্য ভেন্যু খুজছেন জানিয়ে তিনি বলেন, "আমরা অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের জন্য একটা ভেন্যু খুঁজছি। এটা হলে তা আমাদের জন্য বিশ্বকাপের ভালো প্রস্তুতি হবে। আমরা শ্রীলঙ্কা, মালয়েশিয়ার মতো দেশের সঙ্গে কথা বলছি। দেখা যাক কীভাবে আমরা সফল হতে পারি।" 

Link copied!