শ্রীলঙ্কার দলের ব্যাটসম্যান কুশল পেরেরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য এখন কমপক্ষে দশ দিনের জন্য দলের খেলোয়াড়দের থেকে তাকে আলাদা থাকতে হবে। কাধের ইনজুরির কারণে জুলাইয়ে ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি। সেপ্টেম্বরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ থেকে তাকে বাদ দেওয়া হতে পারে। দলে ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, কিন্তু এরই মধ্য রবিবার একটি পরীক্ষায় করোনা পজিটিভ হন তিনি।
শ্রীলঙ্কা দলের প্রধান মেডিকেল অফিসার ড. দামিন্দা আত্তানায়েকে ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, "যখন কারও করোনা ভাইরাস ধরা পড়ে তখন তাকে আমরা দশ থেকে ১৪ দিনের জন্য আলাদা করে রাখি এবং তারপরে আমরা কার্ডিয়াক পরীক্ষা করি।"
"যদি তার কার্ডিয়াক ও অন্যান্য পরীক্ষার ফলাফল ভালো আসে তবে তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে থাকবেন।"
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ২৫ আগস্ট জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে। যেহেতু পেরেরা আগে থেকেই জৈব সুরক্ষা বলয়ের মধ্য থাকবে তাই সুস্থ হওয়ার পরে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন।
এই সফরে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সেপ্টেম্বরের দুই তারিখে শুরু হয়ে সিরিজ শেষ হবে ১৪ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে।