স্প্যানিশ ক্লাব বার্সোলোনার হয়ে ২১ বছর কাটানোর পর এবার ঠায় নিয়েছেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে। যদিও তিনি বার্সাতেই থাকতে চেয়েছিলেন। কিন্তু ক্লাব ও লা লিগার আর্থিক নিয়মাবলীর বেড়াজালে পরে বার্সার হয়ে আর নতুন চুক্তিতে স্বাক্ষর করা হয়নি লা লিগার সর্বোচ্চ গোলদাতার।
বার্সার হয়ে ১৭ মৌসুমে দুর্দান্ত খেলেছেন কাতালান ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা। ক্লাবকে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন বার্সার সর্বকালের সেরা খেলোয়াড়।
শনিবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেসি লিখেন, "সবাইকে ধন্যবাদ যারা আমাকে এই গত ২০ বছর স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছেন । তাদের আবেগ, সমর্থন, শক্তি এবং বন্ধুত্ব আমাকে প্রতিটি ধাপে ধাপে অনুপ্রাণিত করেছে । এটা নতুন স্বপ্নের সময়।"
প্যারিসের ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান মেসি।
বার্সোলোনার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল ও ৩০৫টি অ্যাসিস্ট রয়েছে মেসির। ক্লাবের হয়ে ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৮টি সুপার কোপা, ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি উয়েফা সুপার কাপ ও ৩টি ক্লাব ওয়ার্ল্ড কাপ রয়েছে মেসির। দেশের হয়ে তিনি জিতেছেন কোপা আমেরিকা। এছাড়া ৬টি ব্যালন ডি'অর সহ অনেক ব্যক্তিগত পুরস্কার জিতেছেন মেসি।