• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

প্রিমিয়ার লিগে দেখা যাবে রিয়াল মাদ্রিদকে?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ০৪:২০ পিএম
প্রিমিয়ার লিগে দেখা যাবে রিয়াল মাদ্রিদকে?

 লা লিগা ছেড়ে স্পেনের বাইরে একটি লিগে অংশ নেওয়ার চেষ্টা করছে রিয়াল মাদ্রিদ। অন্য লিগ হিসেবে প্রিমিয়ার লিগই প্রথম পছন্দ মাদ্রিদ জায়ান্টদের।   

রিয়াল এখন পর্যন্ত লা লিগার সবচেয়ে সফল ক্লাব। ৩৪ বার তারা লিগ জয়ের মুকুট পরেছে। যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা জিতেছে ২৬ বার ও ১১ বার শিরোপা জিতেছে রিয়ালেরই নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। 

বিনিয়োগ ফান্ড নিয়ে সিভিসির সাথে চুক্তি ছাড়াও বিভিন্ন কারণে লিগ নিয়ে মোটেও খুশি নয় রিয়াল। ইউরোপীয় সুপার লিগ নিয়ে তেবাস বিরোধিতা করায় লস ব্লাঙ্কোসের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ খুবই বিরক্ত হয়েছিলেন। এজন্য লিগ সভাপতি ও ক্লাবের মধ্যে খারাপ সম্পর্ক বিরাজ করছে।

স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্ডো দেপোর্তিভোর মতে, এর ফলে রিয়াল লা লিগার বিকল্প খুঁজছে এবং ঘরোয়া লিগ প্রতিযোগিতার জন্য বিদেশে চলে যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পেরেজের পছন্দের দিক দিয়ে প্রিমিয়ার লিগই এগিয়ে থাকবে, কারণ স্পেনের তুলনায় ইংল্যান্ডের টিভি রাজস্বের পরিমাণ বেশী পাওয়া যাবে।

ইংল্যান্ডের লিগকে প্রথম পছন্দ হলেও, জার্মান বুন্দেসলিগা এবং ইতালির সিরি-আ-কেও বিকল্প হিসেবে দেখছেন পেরেজ।

মুন্ডো দেপোর্তিভো বলেছে, এমনটাই যদি সত্যিই ঘটে, তবে বিশ্ব জুড়ে ঝড় উঠবে। কিন্তু ক্লাব প্রধান বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করার পক্ষে জোরালো যুক্তি দাঁড় করাবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেক্সিট এই পদক্ষেপের জন্য ‘সবচেয়ে গুরুতর প্রতিবন্ধকতা’ হতে পারে।

তেবাস অবশ্য টুইটারে ধারণাটিকে পুরোপুরি অস্বীকার করে বলেছিলেন, “আজকাল আমাদের অনেক বাজে কথা শুনতে হচ্ছে।”

শনিবার রাতে আলাভেসের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।  

Link copied!