• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

ইউরোপিয়ান সুপার কাপ জিতল চেলসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০৩:২২ পিএম
ইউরোপিয়ান সুপার কাপ জিতল চেলসি

ইংলিশ ক্লাব চেলসি ও স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের মধ্যকার শিরোপার লড়াইয়ে শেষ হাসি হেসেছ চেলসি। উনাই এমেরির দলকে টাইব্রেকারে হারিয়ে ইউরোপিয়ান সুপার কাপের শিরোপা জিতেছে টমাস টুখেলের দল। এ বছর চ্যাম্পিয়নস লিগও নিজের করে নিয়েছে চেলসি। 

নর্দান আয়ারল্যান্ডের উইন্ডসর পার্কে বুধবার রাতে মরক্কোর মিডফিল্ডার হাকিম জিয়েখের গোলে ২৭ মিনিটেই এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধে আর কোন গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড জেরার্ড মরিনোর গোলে সমতায় ফেরে ভিয়ারিয়াল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় থাকার ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে আর কোন গোল না হলে শিরোপা ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারের মাধ্যমে। 

ম্যাচের অতিরিক্ত সময়ের ১১৯ মিনিটে গোলকিপার এদুয়ার্দ মেন্দিকে তুলে কেপাকে মাঠে নামান কোচ টমাস টুখেল। টাইব্রেকারে পার্থক্য গড়ে দেন স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিসাবালাগা। টাইব্রেকারে ভিয়ারিয়ালের দুইটি শট ঠেকিয়ে দেন তিনি। 

পেনাল্টি শুট আউটে দুই দলই প্রথম ছয় শটে পাঁচটি করে গোল করে। সাত নম্বর শটে চেলসি গোল করতে পারলেও ভিয়ারিয়ালের রাউল আলবিওলের শট রুখে দেন কেপা। 

চেলসির সাত নম্বর শটটি আন্টোনিও রুডিগার জালে পাঠানোর পর ভিয়ারিয়ালের রাউল আলবিওলের শট রুখে দেন আরিসাবালাগা। টাইব্রেকারে ৬-৫ গোলে জিতে উল্লাসে ফেটে পড়ে চেলসি। 

Link copied!