• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

মেসির জার্সি ফুরিয়ে গেল ২০ মিনিটেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ০৫:৪৩ পিএম
মেসির জার্সি ফুরিয়ে গেল ২০ মিনিটেই

কাতালান ক্লাব বার্সোলোনার হয়ে ২১ বছরের সম্পর্কে ছেদ পড়ার পর থেকেই বিভিন্ন ক্লাবে যাওয়ার গুঞ্জন ছিল লিওনেল মেসির। সব জল্পনা-কল্পনার হিসাব চুকিয়ে মেসি গেলেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে। 
 
আর্জেন্টাইন এ অধিনায়ক ক্লাব ও দেশের হয়ে পরতেন ১০ নম্বর জার্সি। কিন্তু পিএসজিতে ১০ নম্বর জার্সি পরেন মেসির বন্ধু ও সাবেক ক্লাব সতীর্থ নেইমার জুনিয়র। তাই জার্সি হিসেবে ৩০ নম্বরকেই বেছে নিয়েছেন মেসি। 

৩০ নম্বর জার্সির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ক্লাবের জার্সি বিক্রি বেড়ে গিয়েছে। ভক্তরা মেসির জার্সির জন্য হুমড়ি খেয়ে পড়ছে। রেকর্ড টাইমে বিক্রি হয়ে যাচ্ছে মেসির জার্সি। শোনা যাচ্ছে, মেসির হোম ও অ্যাওয়ে জার্সি উভয়ই ২০ মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেছে। প্রতিটি জার্সির দাম পড়ছে প্রায় ৯২ ইউরো। 

মেসিকে ফ্রি ট্রান্সফারে দলে নেওয়ার ফলাফল, মেসি মাঠে নামার আগেই পেতে শুরু করেছে কাতার মালিকানাধীন দলটি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফলোয়ারের সংখ্যা বাড়ছে হু হু করে।

এ ক্লাবেই খেলেন মেসির ঘনিষ্ঠ বন্ধু এবং সাবেক সতীর্থ নেইমার। সঙ্গে তরুণ খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে তো আছেনই। বিশ্বের সেরা আক্রমণ ভাগ হতে যাচ্ছে পিএসজির।

মেসি ও বার্সোলোনার ইচ্ছা থাকা সত্ত্বেও ক্লাবের ভয়াবহ আর্থিক পরিস্থিতির কারণে মেসির সঙ্গে পুনরায় চুক্তিবদ্ধ হওয়া সম্ভব হয়নি বার্সার। এ জন্য আর্জেন্টাইন অধিনায়কে পিএসজিতে চলে যেতে হয়।

Link copied!