• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শোকের মাসে বঙ্গবন্ধুকে সিরিজ উৎসর্গ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৯:৫৬ পিএম
শোকের মাসে বঙ্গবন্ধুকে সিরিজ উৎসর্গ

শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ৪-১-এ সিরিজ জিতেছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশি বোলাররা ছিল আরও দাপুটে। সফরকারী দলকে ৬২ রানে অলআউট করেছে বাংলাদেশ। 

শোকের মাসের এ সিরিজ জয়কে বাংলাদেশের জাতির জনককে উৎসর্গ করেছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ-পরবর্তী ব্রিফিংয়ে মাহমুদউল্লাহ বলেন, “শোকের মাসের এ বিজয়কে আমরা আমাদের জাতির জনককে উৎসর্গ করছি।”

টসে জিতে ব্যাট করতে নেমে ১২২ রানের পুঁজি পায় বাংলাদেশ। টাইগারদের হয়ে মোহাম্মদ নাঈম ২৩, মাহমুদউল্লাহ ১৯ ও সৌম্য সরকার করেছেন ১৬ রান। অজিদের হয়ে নাথান অ্যালিস ও ড্যান ক্রিস্টিয়ান নিয়েছেন দুটি করে উইকেট।

বাংলাদেশের ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৬২ রান করে অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ৬০ রানের জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। টি২০-তে এটিই অজিদের সর্বনিম্ন রানের ইনিংস। এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৭৯ রানে অলআউট হয় অজিরা।

পঞ্চম টি২০-তে বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। সর্বোচ্চ ২৩ রান করেছেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। পাঁচ ম্যাচের সিরিজ ৪-১-এ জিতেছে বাংলাদেশ। 

Link copied!