ইতিহাসে প্রথমবারের দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেই ধরাশায়ী হলো অজিরা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১-এ হেরেছে অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম ম্যাচে লজ্জার রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। সফরকারী দল অলআউট হয়েছে দলীয় সর্বনিম্ন ৬২ রানে। এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে ৭৯ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া।
ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইফউদ্দীন। সিরিজ ও ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান।
টসে জিতে ব্যাট করতে নেমে ১২২ রানের পুঁজি পায় বাংলাদেশ। টাইগারদের হয়ে মোহাম্মদ নাঈম ২৩, মাহমুদউল্লাহ ১৯ ও সৌম্য সরকার করেছেন ১৬ রান। অজিদের হয়ে নাথান অ্যালিস ও ড্যান ক্রিস্টিয়ান নিয়েছেন দুটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৬২ রানেই গুটিয়ে যায় অজিরা। টাইগারদের হয়ে ৪ উইকেট নিয়েছেন সাকিব। তিন উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ সাইফউদ্দীন। এ ছাড়া নাসুম দুই ও অধিনায়ক মাহমুদউল্লাহ নিয়েছেন একটি উইকেট।