বাংলাদেশের দেওয়া ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে অজিরা। ৩ ওভারের মধ্য টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকছে অস্ট্রেলিয়া।
শুরতেই আঘাত হানে মেহেদী হাসান। অ্যালেক্স ক্যারিকে ইনিংসের প্রথম বোলেই বোল্ড করে সাজঘরে পাঠান মেহেদী। দ্বিতীয় ওভারে নাসুম আহমেদের বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে আউট হন জশ ফেলিপে। ৫ বলে ৯ রান করেন তিনি।
দলীয় তৃতীয় ওভারে সাকিবের প্রথম বলে ময়েসেস হেনরিকস। ১৬ রানেই নেই অজিদের ৩ উইকেট।
স্বপ্নের মতো শুরু পাওয়ার পরেও বাংলাদেশের মুখে ফুটবে হাসি নাকি আফসোস?