• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
আইপিএল ২০২২

রাহুলের সেঞ্চুরিতে লখনৌর সংগ্রহ ১৯৯ রান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২, ০৬:০৪ পিএম
রাহুলের সেঞ্চুরিতে লখনৌর সংগ্রহ ১৯৯ রান
ছবি সংগৃহীত

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২৮তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। এই ব্যাটারের ৬০ বলে অপরাজিত ১০৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান করেছে নবাগত ফ্রাঞ্চাইজিটি

শনিবার (১৬ এপ্রিল) মুম্বাইয়ের ব্রাবোন স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন টানা পাঁচ ম্যাচে হারের স্বাদ পাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাট করতে নেমে লখনৌ অধিনায়ক শুরু থেকে শেষ পর্যন্ত একপ্রান্ত আগলে লড়ে গেছেন। 

একাদশে ফেরা মনীশ পান্ডে ৩৮ ও দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক ২৪ রান করলেও রাহুলের ব্যাট থেকে আসে ৬০ বলে ৯ চার ও ৫ ছক্কায় অপরাজিত ১০৩ রানের ইনিংস। আইপিএল ক্যারিয়ারে আজ মুম্বাইয়ের বিপক্ষে শতরানের ইনিংসের মাধ্যমে রাহুলের নাম উঠে গেছে ইতিহাসের পাতায়। 

টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে শততম ম্যাচে সেঞ্চুরি করলেন তিনি। তার আগে আইপিএলে ৪৮ ক্রিকেটার খেললেও এমন রেকর্ডে কেউ নিজের নাম লেখাতে পারেননি। রাহুল তার এই ১০০ আইপিএল ম্যাচে ফিফটি পেরিয়েছেন মোট ৩১ বার। যার মধ্যে তিনটিকে রূপ দিয়েছেন সেঞ্চুরিতে। 

আইপিএলে তার চেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে শুধুমাত্র চারজন (ক্রিস গেইল, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন) ব্যাটার। তিন সেঞ্চুরির ইনিংসে যথাক্রমে ১৩২*, ১০০* ও ১০৩* রান করেছেন রাহুল। অর্থাৎ তিন ম্যাচেই অপরাজিত ছিলেন তিনি। ভারতের প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে তিনটি অপরাজিত সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়লেন রাহুল।

Link copied!