• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
আইপিএল ২০২২

প্রথম জয়ের খোঁজে হায়দ্রাবাদকে চেন্নাইয়ের টার্গেট ১৫৫ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২, ০৫:৫৪ পিএম
প্রথম জয়ের খোঁজে হায়দ্রাবাদকে চেন্নাইয়ের টার্গেট ১৫৫ 
ছবি সংগৃহীত

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তিন ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এছাড়া নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদও। এবারের আসরের ১৭তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীর সর্বোচ্চ ৪৮ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে আইপিএলে চার বারের শিরোপা জেতা চেন্নাই। 

শনিবার (৯ এপ্রিল) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে চেন্নাই। এদিন ব্যাটিংয়ে নেমে ভাল সূচনার ইঙ্গিত দিয়েছিল চেন্নাইয়ের দুই ওপেনার রবিন উথাপ্পা ও রুতুরাজ গাইকোয়াদ। কিন্তু ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে উথাপ্পা ফেরেন স্পিনার ওয়াশিংটন সুন্দরের বলে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের হাতে ক্যাচ দিয়ে। 

উথাপ্পা ১১ বলে ১ বাউন্ডারিতে ১৫ রান করে ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি গাইকোয়াদও। তিনি পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলে ফেরেন নটরাজনের বলে ক্লিন বোল্ড হয়। চলতি আসরে ব্যর্থ এই ব্যাটার ১৩ বলে করেন ১৬ রান। 

দুই উইকেট হারানো চেন্নাইয়ের হাল ধরেন মঈন আলী ও আম্বাতি রাইডু। এই দুই ব্যাটার ৬২ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন। কিন্তু সুন্দরের দ্বিতীয় আঘাতে রাইডু সমান বলে ২৭ রান করে ফিরলে আবারও উইকেট হারাতে থাকে চেন্নাই। 

মঈন আলী ৩ চার ও ২ ছক্কায় ৩৫ বলে ৪৮ রান করে ফিরলে আবারও ধস নামে চেন্নাইয়ের শিবিরে। শেষ দিকে অধিনায়ক রবীন্দ্র জাদেজার ১৫ বলে ২৩ রানে  নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দল। 

হায়দ্রাবাদ তাদের বোলিংয়ে সুন্দর ও নটরাজন নেন ২টি করে উইকেট। এছাড়া ভুবনেশ্বর কুমার, উমরান মালিক ও মার্কো জানসেনের শিকার একটি করে উইকেট।

চেন্নাই সুপার কিংস একাদশ: রুতুরাজ গাইকোয়াদ, রবিন উথাপ্পা, মঈন আলি, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), শিভাম দুবে, ডোয়াইন ব্রাভো, ক্রিস জর্ডান, মহেশ থিকশানা ও মুকেশ চৌধুরী।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: অভিষেক শর্মা, রাহুল ত্রিপাথি, কেন উইলিয়ামসন (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক), এইডেন মারক্রাম, শশাংক সিং, ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও উমরান মালিক।

Link copied!