• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

স্বস্তিতে দ্বিতীয় দিন শুরু করবে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২, ১১:৪৬ এএম
স্বস্তিতে দ্বিতীয় দিন শুরু করবে বাংলাদেশ

শুক্রবার (৮ এপ্রিল) পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৭৮ রান করেছে প্রোটিয়ারা। প্রথম দিনের শেষে উইকেট তুলে নিয়ে স্বস্তিতে দ্বিতীয় দিন শুরু করবে টাইগাররা।

প্রোটিয়া দুই ওপেনার বেশ চমৎকার শুরু করেন। বোলাররা তাদের দাপটে তেমন পাত্তা পাচ্ছিলেন না। তাসকিন আহমেদের ইনজুরির কারণে একাদশে আসা তাইজুল ইসলাম একটু ভীতির সঞ্চার করেছিলেন। 

ওপেনার ডিন এলগার (৭০) ও কিগান পিটারসেন (৬৪) বেশ ভয়ংকর হয়ে উঠেছিলেন। তাদের দুজনকেই ফেরান তাইজুল। তবে বিরতির আগে বাংলাদেশ বোলিংয়ে তেমন সুবিধা আদায় করতে পারেনি।

রায়ান রিকেল্টনকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে তাইজুল ইনিংসে নিজের তৃতীয় উইকেট তুলে নেন। তবে বাংলাদেশ শিবিরে দিনের শেষ সেশনে স্বস্তি এনে দেন খালেদ আহমেদ। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ৬৭ রান নিয়ে বেশ চমৎকার খেলছিলেন। তিনি বড় ইনিংসের ইঙ্গিত দেন। তার ক্যাচ তালুবন্দী করেন নাজমুল হোসেন শান্ত।

ক্রিজে আছেন কাইল ভেরেইন ও উইয়ান মুল্ডার। দুজনের কেউই থিতু হতে পারেননি। যা টাইগার শিবিরে স্বস্তির কথা। দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট তুলে ম্যাচে কতৃত্ব করার সুযোগ মুমিনুলদের সামনে।

Link copied!