দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ৷ প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৩৬৭ রানের বিপরীতে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরির সুবাদে ২৯৮ রানে থামে টাইগারদের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬ রানে চতুর্থ দিন শুরু করবে প্রোটিয়ারা।
প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং বিপর্যয় ছিল লক্ষণীয়। জয়ের ইনিংসের পর দ্বিতীয় সর্বোচ্চ রান আসে লিটন দাসের ব্যাট থেকে। তিনি সংগ্রহ করেন ৪১ রান। জয় দলের বিপর্যয় কোনোমতে এড়াতে পেরেছেন।
তৃতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা ৭৫ রানে এগিয়ে। ব্যাটিং কোচ সিডন্স মনে করেন, প্রথম সেশনে ৩/৪ টি উইকেট তুলতে পারলেই ম্যাচ বাংলাদেশের হাতের মুঠোয় চলে আসবে।
সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ সিডন্স বলেন, "ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হলে প্রথম সেশনেই ৩/৪টি উইকেট তুলে নিতে হবে। তাহলেই আমরা ম্যাচে ফিরব। আমাদের আক্রমণাত্মক খেলায় ওদের রান বাড়তে পারে। উইকেট তুলে নিতে পারলে ম্যাচ আমাদের দখলে থাকবে।"