• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

গোলাপি জার্সিতে আগুন ঝরাচ্ছেন রাবাদারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৩:২৩ পিএম
গোলাপি জার্সিতে আগুন ঝরাচ্ছেন রাবাদারা
ফাইল ছবি

বড় স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। কিন্তু প্রোটিয়ারা বিশেষ গোলাপি জার্সি পরে খেলতে নেমে বাংলাদেশি ব্যাটারদের চোখ রাঙাচ্ছে দক্ষিণ আফ্রিকার পেসাররা। তাদের আগুন ঝরা বোলিংয়ের রেষানলে টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে রীতিমত ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৪৭ রান। ব্যাট হাতে অপরাজিত আছেন দুই ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ২ রান ও আফিফ হোসেন ১১ রানে অপরাজিত আছেন।

পাওয়ার প্লের দশ ওভারে প্যাভিলিয়নের পথ ধরেছিলেন প্রথম তিন ব্যাটার তামিম ইকবাল (১), সাকিব আল হাসান (০) ও লিটন দাস (১৫)। পরে বেশিক্ষণ থাকতে পারেননি মিডলঅর্ডারের দুই ব্যাটার ইয়াসির আলি রাব্বি (২) এবং মুশফিকুর রহিমও (১১)।

দক্ষিণ আফ্রিকার পক্ষে রাবাদা নেন ৩টি উইকেট। এছাড়া এনগিদি ও পারনেল নেন ১টি করে উইকেট।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। 

দক্ষিণ আফ্রিকার একাদশ: জ্যানেমান মালান, কাইল ভেরিন, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ওয়েন পারনেল, তাবরাইজ সামসি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!