• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

টপ অর্ডার হারিয়ে চাপে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০২:৪৪ পিএম
টপ অর্ডার হারিয়ে চাপে বাংলাদেশ
ছবি সংগৃহীত

দীর্ঘ ২০ বছরের দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে জয়ের খরা শেষে এবার লক্ষ্য সিরিজ জয়ের। কিন্তু সে লক্ষ্যে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৪ রান।

ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ২ ওভার দেখেশুনে ব্যাটিং করছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। কিন্তু তৃতীয় ওভারে লুঙ্গি এনগিদির লাফিয়ে উঠা বল সামনের পায়ে এসে খেলার চেষ্টা করেন তামিম। কিন্তু ঠিকভাবে ধরতে পারেননি। ক্যাচ তুলে দেন রিয়াদ মাহরেজের হাতে। ৪ বল খেলে ১ রান করতেই সাজঘরে ফিরে যান এই ব্যাটার। 

তামিমের পর সাকিবও দ্রুত বিদায় নেন। আগের ম্যাচে দারুণ এক ফিফটি করা সাকিবও বেশিক্ষণ ভরসা যোগাতে পারেননি। রাবাদার বাউন্স পাওয়া বলটি তিনি তুলে দেন কাভারে দাঁড়ানো ভেরেইনের হাতে। ৬ বল খেলেও কোনো রান করতে পারেননি তিনি।

ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলে উইকেটের পিছনে ক্যাচ তুলে দেন লিটন। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ব্যাটিং করে বাংলাদেশকে দারুণ সংগ্রহ এনে দেয়া এই ব্যাটার বিদায় নেন ২১ বলে ১৫ রান করে। ইনিংসে ছিল ৩টি চারের মার।

ব্যাট হাতে অপরাজিত আছেন দুই ব্যাটার মুশফিকুর রহিম 8 রান ও আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো ইয়াসির আলী ১ রানে অপরাজিত আছেন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে রাবাদা নেন ২টি উইকেট। এছাড়া এনগিদি নেন ১টি উইকেট।

খেলা বিভাগের আরো খবর

Link copied!