• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

দ্বিতীয় দফায় আইসিইউতে মোশাররফ রুবেল


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৯:৪৩ এএম
দ্বিতীয় দফায় আইসিইউতে মোশাররফ রুবেল

আশঙ্কাজনক অবস্থায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেলকে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। প্রায় ৩ বছর ধরে ব্রেইন টিউমারে ভুগছেন তিনি।

এর আগে গত বছরের অক্টোবরেও আইসিইউতে ভর্তি হতে হয় তাকে। তবে দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়ে কিছুটা শারীরিক উন্নতি হয়েছিল তার। 

ব্রেইন টিউমারের কারণে দুই দফা অস্ত্রোপচার করতে হয় রুবেলের। প্রথম দফায় ভালো বোধ করলেও দ্বিতীয় দফায় ভারতের একটি হাসপাতালে টিউমার অপসারণ করেও সুস্থ হননি তিনি। বরং শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

মোশাররফ জাতীয় দলে জায়গা হারালেও ঘরোয়া লিগে খেলেছেন নিয়মিত। টিউমার ধরা পড়ার পর সে যাত্রাও থেমে যায়। প্রথম দফায় অস্ত্রোপচার সফল হলে আবার মাঠে ফেরায় আশাবাদী ছিলেন তিনি। কিন্তু দ্বিতীয়বার মস্তিষ্কে টিউমার ধরা পড়লে সে আশার আলোও নিভে যায়।
 

খেলা বিভাগের আরো খবর

Link copied!