• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
ভারত-শ্রীলঙ্কা

দিবারাত্রি টেস্টের প্রথম দিনে বোলারদের দাপট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ০২:০৭ এএম
দিবারাত্রি টেস্টের প্রথম দিনে বোলারদের দাপট
ছবি- সংগৃহীত

ব্যাঙ্গালোর টেস্টের প্রথম দিনে বোলারদের দাপট, দুই দলের ১৬ উইকেট নিলেন বোলাররা৷ পিচে স্পিনাররা টার্ন যেমন পেয়েছেন, পেসাররাও বাউন্স আর সুইংয়ে কুপোকাত করেছেন ব্যাটারদের৷

বোলারদের দাপটের দিনে ব‍্যাট হাতে দারুণ এক লড়াকু ইনিংস খেলছেন শ্রেয়াস আইয়ার। সতীর্থদের যাওয়া আসার মাঝে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও হতাশা নিয়ে ফিরেন স্টাম্পিং হয়ে।

স্বাগতিকদের দুই সেশনে ২৫২ রানে বিদায় করে দিলেও দিবারাত্রি টেস্টের  প্রথম দিন শেষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কাও। তৃতীয় সেশন ব‍্যাটিং করতেই ৬ উইকেট হারিয়েছে তারা। মাত্র ৮৬ তুলে কঠিন চাপে করুনারত্নের দল।

সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং  নামে ভারত। দ্বিতীয় ওভারেই রান আউটের কবলে পড়েন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। বেশিক্ষণ টিকতে পারেনি অধিনায়ক রোহিত শর্মাও। স্পিনার এম্বুলদেনিয়ার বল এগিয়ে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন তিনি।

শুরুতেই উইকেট হারানো ভারত বিরাট কোহলি ও হনুমা বিহারির ব্যাটে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করে। কিন্তু পরপর দুই ওভারে এই দুই ব্যাটারকে ফেরান জয়াবিক্রমা ওয়া ধনাঞ্জয়া ডি সিলভা।

প্রথম সেশনে ৪ উইকেটে ৯৩ রানে বিরতিতে যাওয়া ভারত তাদের ওপর থেকে চাপ সরিয়ে দিতে পাল্টা আক্রমণ চালায়। ব্যাট হাতে রিশাভ পান্ত ও শ্রেয়াস আইয়ার হাত খুলে ব্যাট চালাতে থাকেন।  ব্যক্তিগত ১৮ রানে একবার জীবন পান পান্ত। তার আক্রমণাত্মক ব্যাটিং থামান এম্বুলদেনিয়া। ৭ চারে ২৬ বলে ৩৯ রান করা পান্তকে সোজা বোল্ড করেন এই স্পিনার।

এরপর আক্রমণ শুরু করেন শ্রেয়াস। দ্রুত রান তোলায় মনোযোগ দেন তিনি। তাকে সঙ্গ দিতে পারেননি আগের ম্যাচে সেঞ্চুরি করা রবীন্দ্র জাদেজাসহ বাকি ব্যাটাররা। ফলে শেষ ব্যাটার হিসেবে স্ট্যাম্পিং হয়ে আউট হবার আগে দলের রান আড়াইশ পর্যন্ত টেনে নিয়ে যান শ্রেয়াস৷ ৯৮ বলের ইনিংসে ৪ ছক্কার সঙ্গে ১০ চারে ৯২ করেন।

শ্রীলঙ্কার স্পিনারদের দাপটের দিনে জ্বলে ওঠেন ভারতের পেসাররাও। এক বছরেরও বেশি সময় পর টেস্টে ফেরা কুসল মেন্ডিস ও লাহিরু থিরিমান্নেকে ফেরান বুমরাহ। তার পরপর দুই ওভারে দারুণ দুটি আউটসুইঙ্গারে এই দুই ব্যাটার  স্লিপে থাকা শ্রেয়াসকে ক্যাচ তুলে দেন।

বোলিংয়ে এসে প্রথম বলেই দিমুথ করুনারত্নকে ব্যাট ও প্যাডের ফাক দিয়ে স্টাম্প এলোমেলো করে দেন শামি৷ ধনাঞ্জয়াকেও শামি তার শিকারকে পরিনত করেন। দলে ফেরা আকসারের বলে আকাশে তুলে দিয়ে অশ্বিনের হাতে ধরা পড়েন চারিথ আসালাঙ্কাও।

এক প্রান্ত আগলে রেখে লঙ্কানদের টানছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। দ্বিতীয় স্পেলে আক্রমণে এসে তার প্রতিরোধ ভাঙেন বুমরাহ। অফ স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে শট খেলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন ২ ছক্কা ও ৩ চারে ৪৩ রান করা ম্যাথিউস।

দিনের শেষ ১১ বল আর বিপদ আনতে দেননি নিরোশান ডিকভেলা ও এম্বুলদেনিয়া। ১৩ রান নিয়ে ডিকভেলা ও এম্বুলদেনিয়া শূন্য রানে অপরাজিত আছে।

প্রথম দিন শেষে স্কোরকার্ড:

ভারত ১ম ইনিংস: ২৫২/১০ (মায়াঙ্ক ৪, রোহিত ১৫, বিহারি ৩১, কোহলি ২৩, পান্ত ৩৯, শ্রেয়াস ৯২, জাদেজা ৪, অশ্বিন ১৩, আকসার ৯, শামি ৫, বুমরাহ ০*)

শ্রীলঙ্কার এম্বুলদেনিয়া ও জয়াবিক্রমা ৩টি করে উইকেট পান৷ বাকিগুলোর মধ্য  ধনাঞ্জয়ার ২টি ও লাকমাল পান ১ উইকেট।

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৮৬/৬ (মেন্ডিস ২, করুনারত্নে ৪, থিরিমান্নে ৮, ম্যাথিউস ৪৩, ধনাঞ্জয়া ১০, আসালাঙ্কা ৫, ডিকভেলা ১৩*, এম্বুলদেনিয়া ০*)

ভারতের পক্ষে বোলিংয়ে বুমরাহ ৩টি, শামি ২ ও অক্ষর প্যাটেল নেন ১টি উইকেট৷

Link copied!