সাকিব আল হাসান ও বিসিবির মধ্যে চলা মনোমালিন্যের ঘটনায় এখন আর লুকোচুরির কিছু নেই। তার মধ্যে এই বিশ্বসেরা অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে না চাওয়ায় বেশ ক্ষুব্ধ বিসিবি। এই দ্বন্দ্বের মধ্যে সাকিবকে তিন ফরম্যাটে রেখেই কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার (১০ মার্চ) এক বিবৃতিতে চুক্তিবদ্ধ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বোর্ড।
এদিকে সাকিব দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে চাননি। এ সিরিজে বিশ্রাম চেয়েছিলেন। ফলে বিসিবি তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে। এর মধ্যেই আজ (বৃহস্পতিবার) কেন্দ্রীয় চুক্তিতে সাকিবকে অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করেছে বিসিবি।
এছাড়া ২১ জনের কেন্দ্রীয় চুক্তি করা হয়েছে। তিন ফরম্যাটেই হয়েছে আলাদা আলাদা চুক্তি। তালিকা থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, শামীম হোসেন পাটোয়ারী, সাইফ হাসান ও সাইফউদ্দিন। চুক্তিতে নতুন যুক্ত হয়েছেন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী চৌধুরী।