• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন মাহমুদউল্লাহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৪:৩৩ পিএম
টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন মাহমুদউল্লাহ
ছবি সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ইতিহাস গড়তে ৩০ রান থেকে দূরে ছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজের প্রথম ম্যাচে ১০ রানের পর আজকে করলেন ২১ রান। ম্যাচে আফগান স্পিনার রশিদ খানকে সুইপ করে চার মেরে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২০০০ টি-টোয়েন্টি রানের মাইলফলক ছুঁলেন বাংলাদেশ অধিনায়ক।

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার হয়েছিলেন আগেই। এবার প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ২০০০ টি-টোয়েন্টি রানের কীর্তি গড়লেন তিনি। 

বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক হাজারের বেশি বেশি রান আছে পাঁচ ব্যাটারের। ২০০১ রান নিয়ে সবার ওপরে রয়েছেন রিয়াদ। এরপর ১৯০৮ রান নিয়ে দুইয়ে আছেন সাকিব। তামিম ইকবাল আছেন তিন নম্বরে। তার রান সংখ্যা ১৭০১। চতুর্থ স্থানে থাকা মুশফিকুর রহিমের রান ১৪৯৫। পঞ্চম স্থানে আছেন সৌম্য সরকার, তিনি করেছেন ১১৩৬ রান।

মাইলফলক স্পর্শ করলেও খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। তিন বল পর রশিদ খানকে আবারও সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। আর বাংলাদেশও এদিন ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি স্কোরবোর্ডে। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!