• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

সাদা বলে ৪০০ উইকেটের মাইলফলকে সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০৫:৫৯ পিএম
সাদা বলে ৪০০ উইকেটের মাইলফলকে সাকিব
ফাইল ছবি

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সাকিবের সাদা বলে উইকেট সংখ্যা ছিল ৩৯৯টি। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ নবীকে আউট করে বিশ্বের নবম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলে ৪০০ উইকেটের মাইলফলকে পৌঁছে গেলেন সাকিব।

বৃহস্পতিবার (৩ মার্চ) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেতে ২৮২ ও টি-টোয়েন্টিতে ১১৭ উইকেট ছিল সাকিবের। এদিন মোহাম্মদ নবী ও নাজিবুল্লাহ জাদরানকে বিদায় করে সাদা বলে তার উইকেট সংখ্যা এখন ৪০১টি। 

সাদা বলের ক্রিকেটে বোলিংয়ে উইকেটের তালিকায় সবার উপরে রয়েছেন শ্রীলঙ্কান গ্রেট স্পিনার মুথিয়া মুরালিধরন। ৩৬২ ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ৫৪৭টি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানি সাবেক পেসার ওয়াসিম আকরাম। ৩৫২ ওয়ানডে ম্যাচ খেলে তিনি পেয়েছেন ৫০২ উইকেট। এরপরের তালিকায় রয়েছেন যথাক্রমে শহীদ আফ্রিদি (৪৯৩), লাসিথ মালিঙ্গা (৪৪৫), ওয়াকার ইউনিস (৪১৬), শন পলক (৪০৮), ব্রেট লি (৪০৮), চামিন্দা ভাস (৪০৬) ও সাকিব আল হাসান (৪০১)। 

মজার ব্যাপার হচ্ছে, সাকিব ছাড়া বর্তমান সময়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এমন কোন বোলার এই তালিকায় নেই। ফলে তার সামনে বড় সুযোগ থাকছে সবাইকে ছাড়িয়ে যাবার। আর এই কাজটি যদি সাকিব করতে পারেন, তবে লিজেন্ডদের কাতারে নিজেকে আরও বিস্তৃত করতে পারবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এমনটাই মত ক্রিকেট বোদ্ধাদের।   

খেলা বিভাগের আরো খবর

Link copied!