• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
আইপিএল

সাকিবের দল না পাওয়া নিয়ে শিশির বললেন ভিন্ন কথা


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৩:৪৩ পিএম
সাকিবের দল না পাওয়া নিয়ে শিশির বললেন ভিন্ন কথা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে এবারই প্রথম অবিক্রীত থাকলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মেগা নিলামে গত শনি ও রোববার দুইদিনই সাকিবের নাম ডাকা হলেও ১০ দলের কেউই আগ্রহ দেখায়নি।

অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন সাকিবের আইপিএল ক্যারিয়ার সম্ভবত শেষ। তবে সাকিবপত্নী সাকিব উম্মে আল হাসান শিশির তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন ভিন্ন কথা। তার দাবি, সামনের টাইগারদের কড়া শিডিউলের কারণে, বিশেষ করে শ্রীলঙ্কা সিরিজের জন্য তাকে দলে টানতে আগ্রহী হয়নি কোনো দল। তবে দুইটি দল সাকিবের সঙ্গে যোগাযোগ করেছিল বলে শিশিরের দাবি।

শিশির তার পোস্টে লেখেন, “আপনারা খুব বেশি উত্তেজিত হওয়ার আগে জানিয়ে রাখি, দুইটি দল সাকিবের সাথে সরাসরি যোগাযোগ করে জানতে চেয়েছে পুরো মৌসুমে তাকে পাওয়া যাবে কী না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শ্রীলঙ্কা সিরিজের কারণে তিনি তা করতে পারবেন না! এই কারণেই তাকে বাছাই করা হয়নি, অবশ্যই এটা কোনো বড় বিষয় নয়। এটি শেষ নয়, পরের বছর আছে! তাকে নিতে হলে শ্রীলঙ্কা সফর বাদ দিতে হতো। তাকে বাছাই করা হলে আপনি কি একই কথা বলতেন? নাকি এতক্ষণে তাকে বিশ্বাসঘাতক বানিয়ে দিতেন? আপনাদের উত্তেজনায় জল ঢেলে দুঃখিত!”

খেলা বিভাগের আরো খবর

Link copied!