• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইপিএল নিলাম-মঞ্চে অজ্ঞান হয়ে পড়ে গেলেন সঞ্চালক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৩:৪৬ পিএম
আইপিএল নিলাম-মঞ্চে অজ্ঞান হয়ে পড়ে গেলেন সঞ্চালক
ছবি সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে নাটকীয় পরিস্থিতি দেখল পুরো ক্রিকেট বিশ্ব। নিলামের সময় অজ্ঞান হয়ে পড়ে গেছেন আইপিএলের ১৫তম আসরের খেলোয়াড় নিলামের সঞ্চালক হিউ এডমিডস। এমন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গেই লাঞ্চের বিরতি দিয়ে নিলাম সাময়িক স্থগিত করেছে আইপিএল কর্তৃপক্ষ।  

শনিবার (১২ ফেব্রুয়ারি) বেঙ্গালুরে নিলামের শুরুতে মার্কি ক্রিকেটারদের নিলাম হয়। এরপর চলছিল পরের ধাপের ক্রিকেটারদের নিলাম। এই বিডে শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ১০ ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা দাম হাঁকাতে থাকেন। তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের কাছে ১০.৭৫ কোটি রুপিতে বিক্রি করার পরেই এই ইংরেজ মেঝেতে পড়ে যান। 

নিলাম সঞ্চালক হিউয়ের নিলাম চলাকালেই লুটিয়ে পড়া দেখে শঙ্কিত গোটা ক্রিকেট বিশ্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই এই নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা।

ভারতীয় মিডিয়ায় বলা হয়েছে, এখন অবধি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি হিউ এডমিডস কেমন আছেন। তবে তিনি মেডিকেল দলের তত্ত্বাবধানে আছেন, এটুকু নিশ্চিত হওয়া গেছে। 

বিসিসিআইয়ের একজন মুখপাত্র ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে জানিয়েছেন, “আমাদের নিলামকারী স্থিতিশীল অবস্থায় আছেন। ডাক্তাররা তাকে দেখভাল করছেন। তিনি পরের সেটে ফিরতে পারেন।”

হিউ এডমিডস তার জীবনে ২ হাজার ৫০০-এর বেশি নিলাম পরিচালনা করেছেন। তিনি ২০১৮ সালে জয়পুরে অনুষ্ঠিত আইপিএলের নিলামে প্রথমবার সুযোগ পান।

Link copied!