নিউজিল্যান্ডের পেস আক্রমণকে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা পেস আক্রমণ বললেও ভুল হবে না। সেই কিউইদের মাটিতেই খেলছে বাংলাদেশ। চোখের সামনে সেরাদের পেয়ে তাই বোলিং টিপস নিতে ভুল করলেন না তাসকিন-এবাদতরা।
ম্যাচের বিরতির সময় শরিফুল ইসলাম ও এবাদত হোসেনকে কথা বলতে দেখা যায় টিম সাউদির সঙ্গে। বোলিং বিষয়ে পরামর্শ দিচ্ছিলেন এই অভিজ্ঞ বোলার। পাশেই মনোযোগী শ্রোতা শরিফুল ও এবাদত। তাসকিন আহমেদও বোলিং নিয়ে কথা বলেছেন কাইল জেমিসনের সঙ্গে। তাসকিনকে কোনো বিষয়ে পরামর্শ দিচ্ছিলেন জেমিসন।
যদিও তাদের পরামর্শ কাজে লাগানোর সুযোগ তাসকিন-এবাদতদের আপাতত ক্রাইস্টচার্চ টেস্টে থাকছে না। নিউজিল্যান্ডের ৫২১ রানের বিপরীতে ফলোঅনে পড়া বাংলাদেশ ৫ উইকেটে ১৬৩ রান নিয়ে দ্বিতীয় ইনিংস খেলছে। এই টেস্টে টাইগার বোলারদের বোলিং করার সম্ভাবনা খুবই কম।