• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কী কথা সাউদির সঙ্গে?


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৯:২৮ এএম
কী কথা সাউদির সঙ্গে?

নিউজিল্যান্ডের পেস আক্রমণকে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা পেস আক্রমণ বললেও ভুল হবে না। সেই কিউইদের মাটিতেই খেলছে বাংলাদেশ। চোখের সামনে সেরাদের পেয়ে তাই বোলিং টিপস নিতে ভুল করলেন না তাসকিন-এবাদতরা।

ম্যাচের বিরতির সময় শরিফুল ইসলাম ও এবাদত হোসেনকে কথা বলতে দেখা যায় টিম সাউদির সঙ্গে। বোলিং বিষয়ে পরামর্শ দিচ্ছিলেন এই অভিজ্ঞ বোলার। পাশেই মনোযোগী শ্রোতা শরিফুল ও এবাদত। তাসকিন আহমেদও বোলিং নিয়ে কথা বলেছেন কাইল জেমিসনের সঙ্গে। তাসকিনকে কোনো বিষয়ে পরামর্শ দিচ্ছিলেন জেমিসন।

যদিও তাদের পরামর্শ কাজে লাগানোর সুযোগ তাসকিন-এবাদতদের আপাতত ক্রাইস্টচার্চ টেস্টে থাকছে না। নিউজিল্যান্ডের ৫২১ রানের বিপরীতে ফলোঅনে পড়া বাংলাদেশ ৫ উইকেটে ১৬৩ রান নিয়ে দ্বিতীয় ইনিংস খেলছে। এই টেস্টে টাইগার বোলারদের বোলিং করার সম্ভাবনা খুবই কম।

Link copied!