ঘরের মাঠে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছিল বাংলাদেশ হকি দল। সে ম্যাচে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে এবার ভারতকে হারিয়ে প্রতিশোধ নিল বাংলাদেশের মেয়েরা। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভারতের মেয়েদের ১-০ হারাল বাংলাদেশ।
শুক্রবার (১৭ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অষ্টম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ নারী দল। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন সামসুন্নাহার সিনিয়র।
ম্যাচের শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল মারিয়া মান্ডার দল।
এই জয়ে ফাইনালের পথ অনেকটা সহজ হলো বাংলাদেশের। তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট হয়েছে ৭। আর শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলেও ফাইনাল খেলবে বাংলাদেশের মেয়েরা।