ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়ে বিসিবির কাছে চিঠি দিয়েছিলেন সাকিব আল হাসান। সাকিবের এই ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরিতে পরার কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না সাকিব। এমনকি চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টেস্টেও খেলতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে ইনজুরি কাটিয়ে ঢাকা টেস্টে খেলছেন সাকিব।
বৃষ্টির কারণে ঢাকা টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ৫৭ ওভার। আর দ্বিতীয় দিনে খেলা গড়িয়েছে মাত্র ৩৮ বল। তৃতীয় দিনে এখন পর্যন্ত মাঠেই নামা হয়নি কোনো দলের।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।