• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

এজাজের কীর্তির পর ফলোঅনে নিউজিল্যান্ড!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০৪:২২ পিএম
এজাজের কীর্তির পর ফলোঅনে নিউজিল্যান্ড!

ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে মুম্বাই টেস্ট। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টে ১০ উইকেট নিয়েছেন কিউই স্পিনার এজাজ প্যাটেল। ভারতকে ৩২৫ রানে অলআউট করে ফলোঅন এড়াতে পারেনি কিউইরা। ভারতের বোলিং তোপে পড়ে মাত্র ৬২ রানে অলআউট হয়ে গেছে ব্ল্যাক ক্যাপসরা।

ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের ১৫০, অক্ষর প্যাটেলের ৫২ ও শুভম্যান গিলের ৪৪ রানে ভর করে ৩২৫ রানের সংগ্রহ পায় ভারত। এই ম্যাচে টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে ১০ উইকেট নিয়েছেন এজাজ প্যাটেল।    

জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ফলোঅনে পড়েছে কিউইরা। ভারতের বোলিং তোপে পড়ে মাত্র ৬২ রানের অলআউট হয়ে গেছে কিউইরা। দলীয় সর্বোচ্চ ১৭ রান করেছেন কাইল জেমিসন। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেছেন অধিনায়ক টম লাথাম। এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। 

ভারতের হয়ে চার উইকেট নিয়েছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মাত্র ৪ ওভার বল করে ৩ উইকেট তুলে নিয়েছেন পেসার মোহাম্মদ সিরাজ। এছাড়া অক্ষর প্যাটেলের শিকার দুই উইকেট। আর একটি উইকেট নিয়েছেন জায়ান্ট যাদব। 

Link copied!