• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

হারের মধ্যেও প্রাপ্তি দেখলেন মুমিনুল 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০৩:৫২ পিএম
হারের মধ্যেও প্রাপ্তি দেখলেন মুমিনুল 

হারের বৃত্তেই বাংলাদেশ। টি-টোয়েন্টির পর টেস্টেও পাকিস্তানের কাছে হার মেনেছে বাংলাদেশ। পাকিস্তানের জুটি যখন দাঁড়িয়ে যাচ্ছিল তখনই একাই ৭ উইকেট নিয়ে পাকিস্তানি ব্যাটারদের থামিয়ে দেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। চট্টগ্রাম টেস্টে ৮ উইকেট হারলেও ম্যাচ শেষে তাইজুলের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন টাইগাদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। 

ম্যাচ শেষে তাইজুলকে নিয়ে মুমিনুল হক বলেন, ‘এই ম্যাচে আমাদের ২-৩টা প্রাপ্তির মধ্যে এটা অন্যতম এক প্রাপ্তি। ফ্ল্যাট উইকেটে ৮ উইকেট বের করা কিন্তু এত সহজ না। সে যা করেছে তা অসাধারণ। ওকে দেখে অবশ্যই সবাই অনুপ্রেরণা পেতে পারে। গত এক-দুই বছর ধরে যেভাবে নিজেকে নিয়ে কাজ করছে, উন্নতির চেষ্টা করছে, এই চিন্তা করলে সে অন্যদের অনুপ্রেরণা হতে পারে।’

দেশে টাইগার পেসারদের ভালো করার জন্য আরও বেশী বেশী চারদিনের ম্যাচ খেলার দিকে জোর দিতে বলেন অধিনায়ক। পেসারদের সম্পর্কে অধিনায়ক বলেন, ‘ফ্ল্যাট উইকেটে কীভাবে বল করতে হয় এই জিনিসটা জানা দরকার। তাছাড়া কোচরা তো আছেনই, তারা এটা আরও ভালোভাবে বলতে পারবেন। বিদেশে বল করা একরকম, দেশে বল করা আরেকরকম। তাদের চার দিনের ম্যাচ বেশি বেশি খেলা উচিত। পাকিস্তান ভারত বা বড় বড় দলগুলোর দিকে দেখুন তাদের পেসাররা অনেক ম্যাচ খেলে, অনেক বল করে। তাই ওরা যখনই সুযোগ পায় চার দিনের ম্যাচ খেলা উচিৎ। ফ্ল্যাট উইকেটে কীভাবে বল করতে হয় সেটাও জানা উচিত।’

পাকিস্তানের পেসাররা যেখানে বেশীরভাগ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের পেসাররা ছিলেন সেখানে বিবর্ণ। পাকিস্তানি পেসারদের নিয়ে মুমিনুল হক বলেন, ‘ওদের মানসিকতা দৃঢ়। ভালো স্কিলের বিপক্ষে নতুন বলে ব্যাটিং করলে আপনাকেও মানসিকভাবে দৃঢ় হতে হবে। জানতে হবে ওরা কীভাবে অ্যাটাক করতে পারে। ব্যাটসম্যানদের স্কিল নিয়ে কাজ করার সুযোগ নেই। মানসিকভাবে যত শক্ত থাকবেন তত ভালো।’

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

Link copied!