• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাকিবকে ছাড়া অনেকগুলো ম্যাচ খেলেছি: তাইজুল 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৮:০৮ পিএম
সাকিবকে ছাড়া অনেকগুলো ম্যাচ খেলেছি: তাইজুল 

চট্টগ্রাম টেস্ট দুলছে পেন্ডুলামের মতো। এক সেশন বাংলাদেশ জিতলে, আরেক সেশন জিতে পাকিস্তান। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও টাইগারদের সেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে খেলছে বাংলাদেশ। সাকিবের অনুপস্থিতিতে নিজের দায়িত্বতা বেড়ে যায় আর তা পালনের জন্য এগিয়ে আসতে হয় তাইজুলকে। পাকিস্তানের বিপক্ষে টেস্টের তৃতীয় দিন শেষে এমন কথাই জানিয়েছেন ৭ উইকেট নেওয়া এই স্পিনার। 

সংবাদ সম্মেলনে তাইজুল বললেন, ‘শুধু আজকেই না, আগেও সাকিব ভাইকে ছাড়া অনেকগুলো ম্যাচ খেলেছি। সাকিব ভাই থাকলে আমার ভূমিকা একরকম হয়, না থাকলে আরেক রকম হয়। এমন হওয়াই স্বাভাবিক। সাকিব ভাই বাংলাদেশ দলকে অনেক দিন ধরে সার্ভিস দিচ্ছে। সফল একজন ক্রিকেটার। সাকিব ভাই না থাকলে তার ভূমিকা আমাকে পালন করতে হয়।’

সাকিবের অনুপস্থিতে কি ধরণের ভূমিকা পালন করতে হয় তাইজুলকে, তার ব্যাখ্যায় তিনি বলেন, ‘রান আটকানোর একটা চাপ থাকে, উইকেট নেওয়ারও একটা চাপ থাকে। এই ভূমিকাই পালন করছি আরকি- উইকেটও নিতে হবে, রানও করতে হবে।’

টেস্টে নিয়মিত বোলারদের একজন তাইজুল। তার চাওয়া আরো বেশী টেস্ট খেলে ছন্দ ধরে রাখা। এই বিষয়ে তাইজুল বলেন, ‘আমরা যখন খেলি, প্রক্রিয়া একই থাকতে হয়। যেকোনো জিনিসের ক্ষেত্রেই তাই। ছন্দ ধরে রাখার জন্য প্রক্রিয়া ঠিক রাখা খুব জরুরি। আরও বেশি টেস্ট খেললে আরও ভালো করতে পারতাম, ছন্দ ধরে রাখতে সহজ হত।’

তাইজুলের ঘূর্ণিতে ৪৪ রানের লিড পায় বাংলাদেশ। দিনশেষে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে টাইগাররা। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৮৩ রানে।

Link copied!