• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাল সারাদিন ব্যাট করার ইচ্ছা বাংলাদেশের  


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৭:২৫ পিএম
কাল সারাদিন ব্যাট করার ইচ্ছা বাংলাদেশের  

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে এসে দেখা গেছে বোলারদের আধিপত্য। দিনের শুরু থেকেই পাকিস্তানি ব্যাটারদের চাপে ফেলেছিল বাংলাদেশ, আর দিনের শেষের দিকে পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে টাইগাররা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই চার উইকেট হারিয়েছিল বাংলাদেশ। আজও হারিয়েছে চার উইকেট। তবে সেদিনের মতো টেস্টের চতুর্থ দিনেও দুর্দান্ত জুটি গড়বে বাংলাদেশ। এমনকি চতুর্থ দিন সারাদিনই ব্যাট করতে চায় বাংলাদেশ, এমনটাই চাওয়া টাইগারদের অন্তর্বর্তীকালীন স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম।   

তৃতীয় দিনের খেলা শেষে অন্তর্বর্তীকালীন স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম বলেন, ‘আমাদের প্রথম ইনিংসেও কিন্তু শুরুতে ৪ উইকেট পড়ে গিয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি। একইভাবে পাকিস্তান ১৪৫ রানে কোনো উইকেট হারায়নি, কিন্তু এরপর আমরা বোলিংয়ে ঘুরে দাঁড়িয়েছি। প্রথম ইনিংসে ঘুরে দাঁড়ানোর পর ছেলেদের মধ্যে এই বিশ্বাস আছে, বিপর্যয়ের পরও আমরা ঘুরে দাঁড়াতে পারি। আমরা যদি কাল সারাদিন ব্যাট করতে পারি ফলাফল ইনশাআল্লাহ্‌ আমাদের দিকে আসবে।’

ওপেনার ব্যর্থতার যেন অবসান হচ্ছে না। ওপেনিংয়ে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসেন ব্যাটাররা। তবে এর থেকে বের হওয়ার জন্য সময় প্রয়োজন বলে জানান সোহেল ইসলাম। বলেন, ‘নতুন বলে কীভাবে জুটি তৈরি করা যায় সেই চেষ্টা আছে। যে চ্যালেঞ্জগুলো আছে সেসব ধরে কাজ হচ্ছে, ব্যাটিং কোচ আছেন। ব্যাটসম্যানরা নিজেদের ভুলের জায়গায় কাজ করছে। এটা একটা প্রক্রিয়া। একদিনে হয়ে যাবে না, সময় লাগবে। সময়ের সঙ্গে অবশ্যই নতুন বলে ভালো কিছু সম্ভব।’

৭ উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংসকে একাই ধসিয়ে দিয়েছেন তাইজুল। তাইজুলের এমন ভালো করার কারণ জানিয়ে সোহেল ইসলাম বলেন, ‘আজকের সকাল থেকে উইকেট যেমন ছিল তা কিন্তু স্পিনারদের জন্য খুব সহায়ক ছিল না। কিন্তু তাইজুল যে ধারাবাহিকতা, কার্যকারিতা ও যে ধৈর্য্য পুরো ইনিংসজুড়ে দেখিয়েছে এটাই ওর সাফল্যের বড় কারণ।’

তৃতীয় দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে বাংলাদেশ। লিডসহ বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৮৩ রানে। 

Link copied!