• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

সংখ্যায় সংখ্যায় এবারের ফাইনাল 


ফারজানা ববি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১, ০৯:২০ এএম
সংখ্যায় সংখ্যায় এবারের ফাইনাল 

নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। দেখে নেওয়া যাক এবারের ফাইনালে কী কী রেকর্ড হয়েছে।

৬ : পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সাতটি ফাইনালের মধ্যে টস জিতে অস্ট্রেলিয়াসহ ছয়টি দল জিতেছিল। ২০২১ সালের ফাইনালের ভেন্যু দুবাইতে ছিল। আলোর নিচে খেলা টুর্নামেন্টের দশটি ম্যাচই দ্বিতীয় ব্যাট করা দলগুলি জিতেছিল, যার মধ্যে নয়টি দল টস জিতেছিল।

১৭৩ : নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৭৩ রান তাড়া করা পুরুষদের টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়া করা। হারারেতে ২০১৮ সালের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ১৮৪ রান তাড়া করে জিতেছিল। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ফাইনালের আগে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শুধুমাত্র একটি দলই ১৬০ রানের সীমা অতিক্রম করেছিল। ওয়েস্ট ইন্ডিজ ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৬ রান তাড়া করার সময় ৬ উইকেটে ১৬১ রান করেছিল।

৩১ : মিচেল মার্শ তার হাফ সেঞ্চুরি করেছেন মাত্র ৩১ বলে। যা পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দ্রুততম। এই ম্যাচেই ৩২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

৮৫ : অস্ট্রেলিয়ার বিপক্ষে কেন উইলিয়ামসনের স্কোর। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তার চেয়ে বেশি রান করতে পারেননি কোনো খেলোয়াড়। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সফল রান তাড়া করার সময় মার্লন স্যামুয়েলসও অপরাজিত ৮৫* রান করেছিলেন।

৩৯ : মিচেল স্টার্কের বলে কেন উইলিয়ামসনের রান। যে কোনো টি-টোয়েন্টি ম্যাচে স্টার্কের বলে সবচেয়ে বেশি রান। এর আগে ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেলায় বিরাট কোহলির ১১ বলে ৩২ রান ছিল। স্টার্কের ১২ বলে ৭টি চার ও একটি ৬ মারেন উইলিয়ামসন।

২৮৯ : এই টুর্নামেন্টে ডেভিড ওয়ার্নারের রান সংখ্যা ২৮৯, যা পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এক সংস্করণে অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বেশি। ওয়ার্নার ২০০৭ সালের টি-টোয়েন্টির প্রথম সংস্করণে ম্যাথু হেইডেনের ২৬৫ রানকে ছাড়িয়ে যান। কেভিন পিটারসেনের পর ওয়ার্নার দ্বিতীয় খেলোয়াড় যিনি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ী দল থেকে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন।

৬২৭ : ২০২১ সালে টি-টোয়েন্টিতে মার্শের করা রান। মোহাম্মদ রিজওয়ানের ১০৩৩ ও বাবর আজমের ৮২৬ রানের পর কোনো খেলোয়াড়ের তৃতীয় সর্বোচ্চ রান। এই বছর মার্শের মোট রান অস্ট্রেলিয়ার হয়ে এক বছরে পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।

৬০ : স্টার্ক তার চার ওভারে রান দিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে একজন বোলারের দ্বিতীয় সর্বোচ্চ রান। অ্যান্ড্রু টাই ২০১৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ রান দিয়েছিলেন।

Link copied!