• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‍‍‘আমরা ব্যাংক না, আমরা একটি ফুটবল ক্লাব‍‍’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ০৮:০৮ পিএম
‍‍‘আমরা ব্যাংক না, আমরা একটি ফুটবল ক্লাব‍‍’

ট্রান্সফার মার্কেট বন্ধ হওয়ার আর মাত্র বাকি দুই দিন। এবারের দলবদলে গুঞ্জন ছিল বরুশিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার আর্লিং হল্যান্ডের ক্লাব ছাড়ার। কিন্তু তা আর সম্ভব না কারণ হল্যান্ডকে বিক্রি করবেন না জানিয়েছেন ডর্টমুন্ডের প্রধান পরিচালক মাইকেল জর্ক।  

এবারের দল বদলে ফ্রান্সের ক্লাব পিএসজি, রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেষ্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটিতে যাওয়ার গুঞ্জন ছিল হাল্যান্ডের। পিএসজির পক্ষ থেকে ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তা নাকচ করে দিয়েছেন ডর্টমুন্ডের প্রধান পরিচালক।

পিএসজির দেওয়া ২০০ মিলিয়নের প্রস্তাব সম্পর্কে ডর্টমুন্ডের প্রধান পরিচালক মাইকেল জর্ক বলেন, “আমরা ব্যাংক না, আমরা একটি ফুটবল ক্লাব। আমাদের অবস্থান খুবই স্পষ্ট আর তা পরিবর্তন হবে না।” 
 
মাইকেল জর্ক আরও বলেন, “আমি ধরে নিচ্ছি যে আমাদের আরও দুদিন গুজবের মুখোমুখি হতে হবে। আমাদের অবস্থান একদম পরিষ্কার। তোতা পাখির মতো একই কথা বারবার বলার দরকার নেই।” 

ডর্টমুন্ডের প্রধান পরিচালক মাইকেল জর্ক

চলতি মৌসুমে না হলেও আগামী মৌসুমে ক্লাব ছাড়বেন কিলিয়ান এমবাপ্পে। তাই এমবাপ্পের জায়গায় একজন তরুণ প্রতিভাবান খেলোয়াড় চাচ্ছে পিএসজি। আর এ জায়গায় আর্লিং হল্যান্ডকেই চাচ্ছে পিএসজি।

Link copied!