• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

৯ মাস পর দলে ফিরলেন বার্সার ফাতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০২:৪১ পিএম
৯ মাস পর দলে ফিরলেন বার্সার ফাতি

বার্সেলোনার তরুণ প্রতিভাবান খেলোয়াড় আনসু ফাতি গত মৌসুমে মাঠে নেমেই করেন বাজিমাত। কিন্তু চোটের কারণে তাকে দলের বাইরে থাকতে হয় দীর্ঘ সময়। প্রায় ৯ মাস পর ইনজুরির সমস্যা কাটিয়ে আবারও দলে ফিরেছেন স্পেনের এই তরুণ খেলোয়াড়। ট্রেনিংয়ে দলের সবাই স্বাগত জানিয়েছেন ফাতিকে।

১৮ বছর বয়সী এ তরুণ ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোল ডটকমের জরিপে ২০২১ সালে তরুণ খেলোয়াড়দের মধ্যে শীর্ষে ছিলেন।  

২০২০ সালের ইউরো শুরু হওয়ার আগেই স্পেন দল থেকে ছিটকে যান ফাতি। ক্লাব পর্যায়ে বার্সার হয়ে মাঠে নেমেছিলেন ২০২০ সালের ৭ নভেম্বর। সে ম্যাচে স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসকে ৫-২ গোলে হারিয়েছিল বার্সা। 

ইনজুরি থেকে ফিরলেও দলের শুরুর একাদশে ফাতিকে রেখে ঝুঁকি নিতে চান না কোচ রোনাল্ড কোমান। কোমানের মতে আন্তর্জাতিক বিরতির শেষে আগামী সেটেম্বরে মাঠে নামতে পারেন তিনি। 

কোমান বলেন, “আনসু মাত্রই চোট থেকে সেরে উঠেছেন, তিনি উন্নতি করছেন। তিনি কবে মাঠে নামবেন, তা এখনই বলা কঠিন। যদি ২-৩ সপ্তাহের মধ্যে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তিনি দলের সঙ্গে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। আর মাঠে নামা? সম্ভবত আন্তর্জাতিক বিরতির পর।”

যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী ১১ সেপ্টেম্বর সেভিয়ার বিপক্ষে মাঠে নামতে পারেন তিনি।

Link copied!