• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

৯ বছর পর নারী টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৭, ২০২২, ০৯:৩৭ পিএম
৯ বছর পর নারী টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ
ছবি- সংগৃহীত

লম্বা সময় পর আবারও ফিরে এসেছে নারী টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ। নয় বছরেরও বেশি বিরতির পর ফিরেছে এসিসি নারী টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ। মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন এই চ্যাম্পিয়নশিপের আয়োজক৷ যা আজ ১৭ জুন শুরু হয়ে শেষ হবে ২৫ জুন।

২০২২ সালের এসিসি নারী টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যেটি বর্তমানে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টটি আয়োজন করেছে এশীয় ক্রিকেট কাউন্সিল (এসিসি)। টুর্নামেন্টের সেরা দুই দল ২০২২ সালের অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে।

দশটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। ম্যাচগুলো কিনরারা ওভাল এবং ওয়াইএসডি ইউকেএম ওভালে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কাতার, নেপাল, হংকং, কুয়েত, বাহরাইন, সিঙ্গাপুর ও ভুটান। ১০টি দল দুটি গ্রুপে বিভক্ত হবে এবং একে অপরের সাথে একবার খেলার সুযোগ পাবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে যাবে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ টুর্নামেন্ট আবার মাঠে গড়ানোয় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, "শেষবার এসিসি মহিলা টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। এই টুর্নামেন্ট এশিয়ার নারীদের উন্নয়নের দিকে দ্রুত অগ্রসর করবে।"

তিনি আরও বলেন, "এই টুর্নামেন্টের মাধ্যমে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং থাইল্যান্ড ছাড়াও আরও দুটি দেশ এশিয়া কাপে জায়গা করে নেওয়ার সুযোগ পাবে। এসিসি মহিলা টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এবারই প্রথম বাছাই পর্বের দুটি দল মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপে জায়গা করে নেবে।"

Link copied!