• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬
মিরপুর টেস্ট

৩০০ করে ইনিংস ঘোষণা পাকিস্তানের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ০২:৩৫ পিএম
৩০০ করে ইনিংস ঘোষণা পাকিস্তানের

বৃষ্টির কারণে মিরপুর টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা ভেসে গিয়েছে। মঙ্গলবার চতুর্থ দিন নির্দিষ্ট সময়ের কিছু পরে খেলা শুরু হয়। প্রথমদিন ব্যাট করতে নামা পাকিস্তান চতুর্থ দিনে এসে ৪ উইকেটে ৩০০ রান করে তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে। 

বৃষ্টি বিঘ্নিত টেস্টটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথম দিনে ২ উইকেটে ১৬১ রান করে তারা। প্রথম দিনই ২ ওপেনার আবদুল্লাহ শাফিক (২৫) ও আবিদ আলীকে (৩৯) ফেরান তাইজুল ইসলাম।

দ্বিতীয় দিন থেকে মিরপুরে চলে বৃষ্টির রাজত্ব। এদিন মাত্র ৩৮ বল গড়াতে পেরেছিল। তাতে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৮৮ রান। বাবর আজম ৭১* ও আজহার আলী ৫২* রানে অপরাজিত থাকেন।

তৃতীয় দিন পুরোটাই চলে যায় বৃষ্টির পেটে। চতুর্থ দিন খেলতে নেমে দ্রুতই বাবর ও আজহারের উইকেট হারায় পাকিস্তান। ব্যক্তিগত ৫৬ রানে এবাদত হোসেনের বলে লিটন দাসের গ্লাভসে বল জমা দেন আজহার। অন্যদিকে খালেদ আহমেদের এলবিডাব্লুর ফাঁদে পড়ে মাঠ ছাড়েন বাবর (৭৬)। 

এরপর জুটি গড়েন ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান। ইনিংস ঘোষণার আগে দুইজনই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ফাওয়াদ অপরাজিত ছিলেন ৫০* রানে। অন্যদিকে রিজওয়ান করেন অপরাজিত ৫৩* রান।

খেলা বিভাগের আরো খবর

Link copied!