বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা অ্যাশলিক বার্টি মাত্র ২৫ বছর বয়সে পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এক ভিডিওবার্তায় এই ঘোষণা দেন অস্ট্রেলিয়ার টেনিস খেলোয়াড়।
বার্টি তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এবং টানা ১১২ সপ্তাহ ধরে তিনি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। দুর্দান্ত ফর্মে থাকা এই তারকার অবসরের ঘোষণা অবাক করেছে টেনিস সমর্থকদের। তবে বার্টি জোর দিয়ে বলেছেন এটাই সঠিক সময়।
এক ভিডিও বার্তায় বার্টি বলেন, “আমার সুখ ফলাফলের ওপর নির্ভরশীল ছিল না কখনোই। আমি খুব খুশি এবং এখনই এই সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময়। আমি বুঝতে পারছিলাম না কীভাবে খবরটি দেবো। সবাই আমাকে যেভাবে সমর্থন করেছেন, আমি সত্যিই কৃতজ্ঞ।”
বার্টি ২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেনের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। অস্ট্রেলিয়ান তারকা উল্লেখ করেছেন, ২০২১ সালে উইম্বলডন জয়ের পর তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে শুরু করে।