• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘২০২৩ বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ’


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৯:৫৪ এএম
‘২০২৩ বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ’

বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন টাইগাররা ২০১৫ সালের বিশ্বকাপ আসরে কোয়ার্টার ফাইনাল খেলেছিল। পরবর্তী বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে বলে বিশ্বাস করেন সাবেক অধিনায়ক মাশরাফি।

২০২৩ সালে ভারতে বসবে বিশ্বকাপের আসর। এই আসরে দারুণ ফর্মে থাকা বাংলাদেশ তামিম ইকবালের নেতৃত্বে ভালো করবে বলে বিশ্বাস করেন সফল তারকা মাশরাফি। রোববার (২৭ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে এমন আশাই ব্যক্ত করেন তিনি।

মাশরাফি বলেন, “আমি আগেও বলেছি এই দলটার বিশ্বকাপ জেতার মতো সম্ভাব্য সব গুণ আছে। তবে শিরোপা জিততে ভালো খেললেই হয় না, ভাগ্যও লাগে। এখনো দেড় বছর বাকি। দলের সব খেলোয়াড়কে ফিট থাকতে হবে, ফর্মে থাকতে হবে। পাশাপাশি এর মধ্যে যে সিরিজগুলো আছে, সেগুলোও ভালোভাবে শেষ করতে হবে।”

Link copied!