ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্টে ১৫৭ রানের জয় পেয়েছে ভারত। স্বাগতিকরা অলআউট হয় ২১০ রানে। প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের পর দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাট করে সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত।
টেস্টের চতুর্থ দিন শেষে কোন উইকেট না হারিয়েই ৭৭ রান তুলে ইংল্যান্ড। পঞ্চম দিনের প্রথম সেশনে ভারতের শক্তিশালী বোলিংয়ের ভালোই জবাব দিচ্ছিলো ররি বার্নস ও হাসিব হামিদ। দুইজনেই তুলে নেন ফিফটি। লাঞ্চের আগে দুই উইকেটে ১৩১ তুলে ফেলে ইংল্যান্ড।
কিন্তু লাঞ্চের বিরতির পর ফিরেই টপাটপ উইকেট তুলে নিতে থাকে ভারত। দুই উইকেটে ১৩১ থেকে ৬ উইকেটে ১৪৭ হয়ে যায় ইংল্যান্ড। থ্রি লায়নসদের অলআউট হন ২১০ রানে। সফরকারীদের হয়ে বুমরা, জাদেজা ও শার্দুল ঠাকুর নিয়েছেন দুইটি করে উইকেট।
এরআগে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় বিরাট কোহলির দল। ক্রিস ওকস চারটি ও ওলে রবিনসন নেন তিনটি উইকেট।
নিজেদের প্রথম ইনিংসে ওলি পোপের ৮১ রানে ভর করে ২৯০ রান করে ইংল্যান্ড। উমেশ যাদবের শিকার তিন উইকেট।
দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মার ১২৭ রানে ভর করে স্কোর বোর্ডে ৪৬৬ রান করে বিরাট কোহলির দল।
জবাবে ব্যাট করতে নেমে ২১০ রানেই অলআউট হয়ে যায় রুটের দল।