ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা তা নতুন করে বলার কিছু নেই। গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সারা বিশ্ব দেখেছে ক্রিকেটের গভীরতা সম্পর্কে। ক্রিকেটের রেকর্ড বইয়ে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নিত্য নতুন ঘটনা। কারণ রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। কিন্তু বিশ্ব ক্রিকেটে এমন অনেক রেকর্ড আছে যেগুলো সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এখনও টিকে রয়েছে।
কিন্তু ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত সর্বভারতীয় সিভিল সার্ভিস ক্রিকেট প্রতিযোগিতায় কলকাতার কালীঘাটের হয়ে খেলা এক বাঁহাতি স্পিনার যা করলেন, তা এক কথায় অবিশ্বাস্য।
ওপার বাংলার ক্রিকেট মহলে লুথার নামেই পরিচিত অরিত্র চট্টোপাধ্যায় নামের এই ক্রিকেটার মাত্র ১৬টি বল করেই পেয়েছেন শূন্য রানে সাত উইকেট। এদিন শুধু যে সাত উইকেট নেন তাই নয়, ম্যাচে হ্যাটট্রিকও করেছেন অরিত্র।
দিল্লির সর্বভারতীয় টুর্নামেন্টে আরএসবি কলকাতার হয়ে খেলতে নেমেছিলেন অরিত্র। তার স্পিন ঘুর্ণির বোলিং তোপে মাত্র ১৯ রানেই অলআউট হয়ে যায় প্রতিপক্ষরা। জবাবে রান তাড়ায় মাত্র তিন ওভারে জয় পায় আরসিবি কলকাতা।
কলকাতার বাঁ-হাতি বোলারের এই কীর্তিতে ক্রিকেট মহলে রীতিমতো শোরগোল পড়ে গেছে। তার এমন পারফর্মেন্সে মুগ্ধ সতীর্থরা। এর আগে হ্যাটট্রিকসহ সাত উইকেট না হোক, গোটা বিশ্বে কোনো রান না দিয়ে পাঁচ উইকেটও কেউ পেয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে যায়।
বর্তমানে ভারতীয় অডিট এবং অ্যাকাউন্টস বিভাগে সিনিয়র অডিটর হিসেবে কর্মরত অরিত্র গত রঞ্জি মৌসুমে বাংলার স্কোয়াডে ছিলেন, কিন্তু একাদশে খেলার কোনো সুযোগ পাননি তিনি। বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের এবারের মৌসুমেও দুর্গাপুর ড্যাজলার্সের হয়ে খেলেছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।