• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

হাসপাতালে তাসকিন, টেস্ট খেলা নিয়ে অনিশ্চিয়তা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০৮:০৩ পিএম
হাসপাতালে তাসকিন, টেস্ট খেলা নিয়ে অনিশ্চিয়তা 

পাকিস্তানের বিপক্ষে নাটকীয় হারের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ। কারণ হাতের চোটের কারণে হাসপাতালে নেওয়া তাকে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হাতের চোটে পড়েন তিনি। এরপর মাঠ ছেড়ে বেরিয়ে গেলেও পরে এসে আবারও বোলিং করেছেন। ম্যাচ শেষে তাকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সদস্য বলেন, ‘তাসকিনকে স্ক্যানের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বোলিং হাতে ব্যথা পেয়েছেন তাসকিন। স্ক্যানের পর জানা যাবে আঘাতের মাত্রা কতটুকু।’

তাসকিনের ইনজুরির ঘটনাটি ঘটেছিল ইনিংসের ষষ্ঠ ওভারে। এই ওভারের প্রথম বলে ব্যাট করছিলেন বাবর আজম। বাবর সোজা ব্যাটে শট খেললে তা হাত দিয়ে ফেরান তাসকিন। এসময় হাতের তালুতে ব্যথা পান তিনি। পরে আর বল করতে পারেননি এই স্পিডস্টার। তার পরিবর্তে এই ওভারে বল করেন অভিষিক্ত শহিদুল ইসলাম।

টি-টোয়েন্টি শেষে কয়েকদিন পরেই শুরু হবে টেস্ট। আসন্ন টেস্টে খেলতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এদিকে দলের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামও রয়েছেন ইনজুরিতে। 

Link copied!