• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
নারী বিশ্বকাপ

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ইংল্যান্ডের জয়


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ১২:৪০ পিএম
হাড্ডাহাড্ডি লড়াই শেষে ইংল্যান্ডের জয়

নারী বিশ্বকাপের ১৯তম ম্যাচে আজ (২০ মার্চ) মাঠে নেমেছিল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিউইদের ১ উইকেটে হারিয়েছে ইংলিশরা।

টস জিতে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায়। শুরুটা দুর্দান্ত করে কিউই মেয়েরা। দুই ওপেনার সুজি বেটস ও সোফি ডিভাইন দলকে ৬১ রানের পার্টনারশিপ এনে দেন। সুজি ২২ রানে ফিরে গেলে এই পার্টনারশিপ ভাঙে। 

অধিনায়ক সোফি ৪১ রান করেন। অ্যামেলিয়া কের ও অ্যামি দুজনই ২৪ করে রান যোগ করেন। মিডল অর্ডার ব্যাটার ম্যাডি গ্রিনের ৭৫ বলে ৫২ রানের ইনিংস দলকে ব্যাটিং বিপর্যয় থেকে রক্ষা করে। কিউইদের ইনিংস গুটিয়ে যায় ৪৮.৫ ওভারে। দল সংগ্রহ করে ২০৩ রান।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৭ রানে ওপেনার ড্যানি ওয়াট আউট হন। আরেক ওপেনার ট্যামি বিউমন্ট ও অধিনায়ক হেদার নাইট দলের হাল ধরেন। ট্যামি ২৫ ও হেদার ৪২ রান করেন। এই দুজনের উইকেটের পতন হলে হাল ধরেন ন্যাট সেভিয়ার। তার ব্যাট থেকে আসে ৬১ রান।

এছাড়া সোফিয়া ডানলি ৩৩ রান যোগ করেন। শেষদিকে মাত্র ৪ রানে ৩ উইকেটের পতন হলে পরাজয়ের শঙ্কা দেখা দেয় ইংলিশ শিবিরে। তবে কিউই বোলারদের তাণ্ডব ইংল্যান্ডকে জয়বঞ্চিত করতে পারেনি। ১৬ বল হাতে রেখে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় ইংলিশরা।

খেলা বিভাগের আরো খবর

Link copied!