• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

হাজারতম ম্যাচকে জয় দিয়ে স্মরণীয় করল ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ১০:৩৪ পিএম
হাজারতম ম্যাচকে জয় দিয়ে স্মরণীয় করল ভারত
ছবি সংগৃহীত

শুরু থেকেই ম্যাচের হাল নিজেদের দখলে নিয়ে রেখেছিল স্বাগতিকরা। আর অধিনায়ক রোহিত শর্মার আগ্রাসন, কৌশলী চাল দেখা গেল বারবার। এমন এক দিনে জয় দিয়ে নিজেদের হাজারতম ওয়ানডে ম্যাচ স্মরণীয় করে রাখল ভারতীয় ক্রিকেট দল।  

বিশ্বের প্রথম দল হিসেবে ওয়ানডে ইতিহাসে এই মাইলফলক স্পর্শ করা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। 

রোববার (৬ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরুতেই ওপেনার শাই হোপকে ফিরিয়ে দেন ভারতের পেসার মোহম্মদ সিরাজ। এর পরে একই ওভারে ব্র্যান্ডন কিং এবং ডারেন ব্রাভোকে ফেরান স্পিনার ওয়াশিংটন সুন্দর। ২০ ওভারের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্যারিবিয়রা।

ইনিংসের মাঝপথে ওয়াশিংটনের মতোই একই ওভারে জোড়া উইকেট তুলে নেন যুজবেন্দ্র চহালের। ফিরিয়ে দেন ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে নিকোলাস পুরান এবং অধিনায়ক কায়রন পোলার্ডকে। এর কয়েক ওভার পরেই অল্প সময়ের ব্যবধানে ফিরে যান শারমা ব্রুকস এবং আকিল হোসেন। ৭৯ রানে ৭ উইকেট হারিয়ে তখন রীতিমত ধুঁকছে ক্যারিবিয়রা।

একশো রানের আগেই অলআউট হয়ে যাবার শঙ্কায় পড়া ওয়েস্ট ইন্ডিজকে পরবর্তীতে খাদের কিনারা থেকে টেনে তোলেন জেসন হোল্ডার ও ফাবিয়ান অ্যালেন। অষ্টম উইকেটে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন তারা। এতে দলের স্কোর ১শ পেরিয়ে দেড়শ স্পর্শ করে। ৩৮তম ওভারে হোল্ডার-অ্যালেন জুটি ভেঙ্গে ভারতকে দারুন ব্রেক-থ্রু এনে দেন স্পিনার সুন্দর। অ্যালেন ২৯ রান করেন। হোল্ডার-অ্যালেন ৯১ বলে ৭৮ রানের জুটি গড়েন।

হাফ-সেঞ্চুরি তুলে ৪১তম ওভারে থামেন হোল্ডার। ৪টি ছক্কায় ৭১ বলে ৫৭ রান করেন তিনি। শেষ পর্যন্ত  ৪৩ দশমিক ৫ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 

ভারতের পক্ষে চাহাল ৪৯ রানে ৪টি ও সুন্দর ৩০ রানে ৩টি উইকেট নেন।

জবাবে ভারতকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও ইশান কিশান। মারমুখী মেজাজে ছিলেন রোহিত। ৪২তম বলে ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি।

কিশানকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৭৯ বলে ৮৪ রানের শুরু এনে দিয়ে থামেন রোহিত। ৫১ বলে ৬০ রান করেন তিনি। ১০টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান রোহিত।
এরপর ২৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চিন্তায় পড়ে যায়  ভারত। বিরাট কোহলি ৮, কিশান ২৮ ও উইকেটরক্ষক ঋসভ পান্থ ১১ রান করে আউট হন।

১১৬ রানে ৪ উইকেট পড়লেও, পঞ্চম উইকেটে ৬৩ বলে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে স্মরনীয় জয় এনে দেন সূর্যকুমার যাদব ও অভিষেক ম্যাচ খেলতে নামা দীপক হুদা। তখনও ম্যাচের ১৩২ বল বাকী ছিলো।

৫টি চারে ৩৬ বলে অপরাজিত ৩৪ রান করেন সূর্য। ৩২ বলে অপরাজিত ২৬ রান করেন হুদা। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ নেন ২ উইকেট।

আগামী ৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
 

Link copied!