• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

হঠাৎ ভাইরাল কোহলির ১০ বছর আগের টুইট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০৪:৪৩ পিএম
হঠাৎ ভাইরাল কোহলির ১০ বছর আগের টুইট

টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্ত ফেভারিট হিসেবেই গিয়েছিল ভারত। কিন্তু প্রথম দুই ম্যাচে শোচনীয় হারের পর তাদের সেমি ফাইনালে ওঠা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে।

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বিরাট কোহলির দল। বৈশ্বিক এই টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এটা প্রথম হার ভারতের। এরপর বিশ্বকাপের আরেক দাবিদার নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে তারা। এই দুই হারে গ্রুপ টেবিলের তলানিতে গিয়ে ঠেকেছে ভারত। তাদের নিচে কেবল স্কটল্যান্ড। এমনকি প্রথমবার খেরতে আসা নামিবিয়াও ভারতের উপরে। 

দুই হারে সেমি ফাইনালে ওঠা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে ভারতের। কারণ শেষ চারে যেতে শুধু মাত্র নিজেদের পরের ৩ ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলোর দিকেও। সেখানকার সমীকরণ নিজেদের পক্ষে না আসলে বাড়ির পথ ধরতে হবে কোহলির দলকে। এমন পরিস্থিতির মধ্যেই ভারত অধিনায়ক কোহলির ১০ বছর আগেকার একটি টুইট ভাইরাল হয়ে গেছে। 

২০১১ সালের ২৩ জানুয়ারি রাতে কটি টুইট করেছিলেন কোহলি। লিখেছিলেন, “হেরে গিয়ে খুব মন খারাপ লাগছে। এ বার বাড়ি যাচ্ছি।” 

সেই টুইট আবার শেয়ার করে নেটিজেনরা বলছেন, এবার সত্যিই কোহলিদের বাড়ি যাওয়ার সময় এসে গেছে।

কোহলি যে রাতে টুইট করেছেন, সেদিন সেঞ্চুরিয়নে পঞ্চম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সিরিজ ২-২ থাকা অবস্থায় নেমেছিল দুই দল। প্রথমে ব্যাট করে হাশিম আমলার অপরাজিত শতরানের সুবাদে ৯ উইকেটে ২৫০ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ওই ম্যাচটি ১৬ রানে হারে ভারত। ওই ম্যাচে কোহলি করেছিলেন ২ রান।

Link copied!