• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বার্থের দ্বন্দ্বে পদ ছাড়লেন গাঙ্গুলী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ০৫:৩০ পিএম
স্বার্থের দ্বন্দ্বে পদ ছাড়লেন গাঙ্গুলী

ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী সংস্থাটির সঙ্গে যুক্ত কেউ আর কোনো প্রতিষ্ঠান বা সংস্থার যুক্ত থাকতে পারবেন না। সেই স্বার্থের দ্বন্দ্বে এবার মোহনবাগানের পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন বিসিসিআইর সভাপতি সৌরভ গাঙ্গুলী। 

ভারতীয় দৈনিক আনন্দ বাজার জানায়, স্বার্থের দ্বন্দ্বের বিষয়ে অভিযোগ ওঠায় আইসিএলে দল মোহনবাগানের পরিচালক পদ থেকে ইস্তেফা দিয়েছেন গাঙ্গুলী।

ভারতীয় এক দৈনিকে দেওয়া সাক্ষাতকারে গাঙ্গুলী বলেন, “ইয়েস আই হ্যাভ (হ্যাঁ আমি করেছি)।’’

আরপিএসজি গোষ্ঠীর চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা সম্প্রতি আইপিএলে লখনউয়ের দল কিনেছেন। অন্য দিকে সৌরভ এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। তাই সৌরভের পক্ষে সঞ্জীবেরই কোনো দলের সঙ্গে যুক্ত থাকা মানে স্বার্থের সংঘাত তৈরি হওয়া। পুরো বিষয়ে ‘স্বচ্ছতা’ বজায় রাখতে সৌরভ এই পদক্ষেপ করেছেন বলে জানা গিয়েছে।

আইএসএলের শুরু থেকে কলকাতা দলের সঙ্গে ছিলেন গাঙ্গুলী। খেলার সময় মাঠে উপস্থিত থাকা থেকে শুরু করে দলের হয়ে বিজ্ঞাপনী প্রচারেও দেখা গিয়েছে তাকে। 

Link copied!