স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। এরই মধ্যে বাংলাদেশে এসে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করছেন কিইউরা। বাংলাদেশ সিরিজ নিয়ে রোমাঞ্চিত ব্ল্যাক ক্যাপস স্পিনার এজাজ প্যাটেল। রোববার(২৯ আগস্ট) এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
নিউজিল্যান্ড যেমন পেসারদের জন্য স্বর্গরাজ্য, ঠিক তার উল্টো স্পিনারদের জন্য। বাংলাদেশে অবশ্য স্পিনারদের জন্য শুভকর জায়গা। তাই একজন স্পিনার হিসেবে রোমাঞ্চিত প্যাটেল বলেন, ‘আমি অবশ্যই রোমাঞ্চিত। স্পিনাররা এমন কন্ডিশন পেলে অবশ্যই রোমাঞ্চিত হবে। বাংলাদেশ যে স্পিন ভালো খেলে তা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা তাদের কন্ডিশনে খেলতে এসেছি। এখানে তারা অনেক বড় দলকেই হারিয়েছে। তাই তাদেরকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না।’
বাংলাদেশে ভালো করে জাতীয় দলে থিতু হতে চান জানিয়ে প্যাটেল বলেন, ‘এই সফরে এটা নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। সাদা বলের ক্রিকেটে খেলার সুযোগ মিলছে আমার। সামনে সাদা বলের ক্রিকেটে অনেক ম্যাচ আছে আমাদের। বাড়তি কোন চাপ না নিয়ে, মনোযোগ দিয়ে সুযোগটি কাজে লাগাতে চাই।’
এ সিরিজ দিয়েই কিউইদের ব্যাটিং কোচ হিসেবে যাত্রা শুরু করেছেন শ্রীলঙ্কার থিলান সামারাবীরা। তিনি এর আগে বাংলাদেশের ব্যাটিং কোচ ছিলেন। তার কাছ থেকে ভালো করার বিভিন্ন উপদেশ নিচ্ছেন জানিয়ে প্যাটেল বলেন, ‘সামারাবীরার সঙ্গে আমরা কথা বলেছি। আমরা কিভাবে বল করব, উইকেট থেকে কি আশা করতে পারি তা নিয়ে কথা হয়েছে। উপমহাদেশের উইকেটে তিনি অনেক অভিজ্ঞ।’
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। পাঁচ ম্যাচের সব কটি হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।