• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্কটিশদের ১৭৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৫:৪৫ পিএম
স্কটিশদের ১৭৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩২তম ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সেমিফাইনালের লক্ষ্যে টিকে থাকার ম্যাচে মাঠে নামে নিউজিল্যান্ড। আজ ব্ল্যাক ক্যাপসদের প্রতিপক্ষ আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ড। এই ম্যাচে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ডের ক্যাপ্টেন কাইল কোয়েটজার। প্রথমে ব্যাট করে ওপেনার মার্টিন গাপটিলের ৯৩ রানে ভর ৫ উইকেট হারিয়ে ১৭২ রানের সংগ্রহ পেয়েছে কিউইরা। 

কিউইদের হয়ে ব্যাটিংয়ে উদ্ধোধন করতে আসেন মার্টিন গাপটিল ও ডারল মিচেল। শুরু থেকেই স্কটিশ বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন দুই ব্যাটার। পঞ্চম ওভারের প্রথম বলে ডারল মিচেলকে এলবিডব্লিওর ফাঁদে ফেলেন সাফিয়ান শরিফ। একটি চারের মাধ্যমে ১১ বলে ১৩ রান করেন তিনি।

আগের ম্যাচে দুর্দান্ত খেলা অধিনায়ক কেন উইলিয়ামসের ব্যাট থেকে কোনো রানই আসেননি। রানের খাতা খাতা খোলার আগে শরিফের বলে উইকেট কিপার ক্রসের হাতে ধরা পড়েন তিনি। রিভার্স সুইপ খেলতে গিয়ে নিজের ইনিংকে লম্বা করতে পারেননি ডেভন কনওয়ে। মার্ক ওয়াটের বলে মাত্র ১ রান করে ক্রসের হাতে ধরা পড়েন তিনি। 

এরপর একপ্রান্ত ধরে রাখা ওপেনার গাপটিলের সঙ্গী হন গ্লেন ফিলিপস। দুই জনই দ্রুত রান তোলার দিকে মনোযোগ দেন। গাপটিল আরও বিধ্বংসীরূপে আবির্ভূত হন। দুইজনের ৭৩ বলে ১০৫ রানের জুটি ভাঙ্গেন ব্রাড হুইল। একটি ছয়ে ৩৭ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরেন ফিলিপস। 

ঠিক এর পরের বলেই দলীয় সর্বোচ্চ ৯৩ রান করা গাপটিলকে তুলী নেন হুইল। লং অনে ম্যাকলিওদের হাতে ধরা পরার আগে ৭টি ছয় ও ৬টি চারের মাধ্যমে ৫৬ বলে এ রান করেন তিনি। 

জেমস নিশাম ১০*ও মিচেল স্যান্টনার ২* রানে অপরাজিত ছিলেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান করে নিউজিল্যান্ড। জিততে হলে স্কটল্যান্ডকে করতে হবে ১৭৩ রান। 

স্কটল্যান্ডের হয়ে দুই উইকেট নিয়েছেন ব্রাড হুইল ও সাফিয়ান শরিফ। মার্ক ওয়াটের শিকার এক উইকেট। 

Link copied!